চুয়াডাঙ্গায় ৮ দিনব্যাপী একুশে নাট্যমেলা শুরু

‘একুশের ঐকতানে, আজ বাঙালি বিশ্বমানে’ স্লোগানে চুয়াডাঙ্গার দর্শনা পৌর মাঠে আজ মঙ্গলবার থেকে আটদিনব্যাপী অনির্বাণ একুশে নাট্যমেলা শুরু হয়েছে। অনির্বাণ থিয়েটার এ মেলার আয়োজন করেছে।
আটদিনব্যাপী এ মেলায় বাংলাদেশ ও ভারতের বিভিন্ন নাট্যদল ও সাংস্কৃতিক সংগঠন নাটক ও সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশন করবে। এ বছর তিন মুক্তিযোদ্ধাসহ চার কৃতীজনকে সম্মাননা দেওয়া হচ্ছে।
আজ সকাল সাড়ে ৮টায় পৌর মাঠ থেকে প্রভাতফেরি ও দর্শনা কলেজ চত্বরে নবনির্মিত কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণের মধ্য দিয়ে অনুষ্ঠান শুরু হয়। এরপর বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিশু-কিশোরদের অংশগ্রহণে বর্ণলিখন ও চিত্রাঙ্কন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। সন্ধ্যা ৭টায় উৎসবের মূল মঞ্চে আনুষ্ঠানিকভাবে নাট্যমেলার উদ্বোধন করা হবে। উদ্বোধন করবেন চুয়াডাঙ্গা-২ আসনের সংসদ সদস্য আলী আজগর টগর। এদিন কলকাতার ব্যান্ড আরশীনগর সংগীত পরিবেশন করবে।
আগামীকাল বুধবার রাতে মঞ্চস্থ হবে অনির্বাণ থিয়েটার প্রযোজিত নাটক ‘জিষ্ণু যারা’। এ ছাড়া ২৩ ফেব্রুয়ারি বৃহস্পতিবার ঝিনাইদহের অংকুর নাট্য একাডেমির পরিবেশনায় নাটক ‘গাজী কালু চম্পাবতী’, ২৪ ফেব্রুয়ারি ঢাকার মহাকাল নাট্যসম্প্রদায়ের পরিবেশনায় নীলাখ্যান, ২৫ ফেব্রুয়ারি ঢাকার শব্দ নাট্যচর্চা কেন্দ্রের বীরাঙ্গনার বয়ান, ২৬ ফেব্রুয়ারি কলকাতার রবীন্দ্রনগর নাট্যায়ুধ-এর পরিবেশনা ‘চক্রব্যুহ’ ও ২৭ ফেব্রুয়ারি একই সংগঠনের ‘ছৌ ম্যাকবেথ মঞ্চস্থ হবে। আর ২৮ ফেব্রুয়ারি তিন মুক্তিযোদ্ধা আনসার আলী, আশরাফ আলী ও জাহাঙ্গীর আলম এবং কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের সদ্য বিদায়ী মহাপরিচালক হামিদুর রহমানকে সম্মাননা দেওয়া হবে।
আয়োজকরা জানান, উদ্বোধনী দিনে সকাল সাড়ে ৮টায় অনুষ্ঠান শুরু হয়। আর আগামীকাল থেকে প্রতিদিন বিকেল ৪টায় অনুষ্ঠান শুরু হবে।
আটদিনব্যাপী এ উৎসবে দর্শনার কেরু উচ্চ বিদ্যালয়, কার্পাসডাঙ্গা ডিগ্রি কলেজ, দর্শনা মাধ্যমিক বিদ্যালয়, মেমনগর বিডি মাধ্যমিক বিদ্যালয়, দর্শনা অংকুর আদর্শ বিদ্যালয়, বড় বলদিয়া স্কুল অ্যান্ড কলেজ ও দর্শনা সরকারি কলেজের শিক্ষার্থীরা সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশন করবে। এ ছাড়া অনুষ্ঠানের শেষ দিনে সংগীতশিল্পী চুয়াডাঙ্গার শান্ত আহমেদ ও মেহেরপুরের উদয় সংগীত পরিবেশন করবেন।
অনির্বাণ থিয়েটারের সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন জানান, ১৯৮৩ সালের ১৭ ফেব্রুয়ারি দর্শনার প্রগতিশীল একদল যুবকের উদ্যোগে গড়ে ওঠে সাংস্কৃতিক সংগঠন অনির্বাণ থিয়েটার। দীর্ঘ ২৬ বছরের ধারাবাহিকতায় এবারের একুশে নাট্যমেলা। তবে, এবারের নাট্যমেলার সাজসজ্জা থেকে অনুষ্ঠান ও নাটক সব ক্ষেত্রেই থাকছে নতুন ভাবনা। এবারের আয়োজন বৈশিষ্ট্যগত কারণেই মাইলফলক হয়ে থাকবে বলে তিনি জানান।