সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির নির্বাচন শুরু ২২ মার্চ

সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির ২০১৭-১৮ মেয়াদে নির্বাচনের জন্য তফসিল ঘোষণা করা হয়েছে। আগামী ২২ ও ২৩ মার্চ এই নির্বাচনে ভোট গ্রহণ হবে।
আজ বৃহস্পতিবার সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির পক্ষ থেকে এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, নির্বাচন পরিচালনা করার জন্য সুপ্রিম কোর্টের আইনজীবী এ ওয়াই মশিহুজ্জামানকে নির্বাচন পরিচালনা উপকমিটির সমন্বয়ক করা হয়েছে। সঙ্গে কমিটিতে আর ছয়জনকে সদস্য করা হয়েছে।
১ থেকে ১১ মার্চ পর্যন্ত মনোনয়নপত্র দাখিল এবং মনোনয়নপত্র প্রত্যাহারের জন্য ১৪ মার্চ দিন ঠিক করা হয়েছে।
২০১৬-১৭ সেশনের নির্বাচনে সভাপতি পদে নির্বাচিত হয়েছেন আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য অ্যাডভোকেট ইউসুফ হোসেন হুমায়ুন। আর সম্পাদক পদে নির্বাচিত হন বিএনপির যুগ্ম মহাসচিব মাহবুবউদ্দিন খোকন।