কানাডার ঘটনা ছাত্রলীগের কারসাজি : রিজভী

বিএনপি নেতারা অভিযোগ করেছেন, শুধু তাদেরকেই নয় আওয়ামী লীগকেও সন্ত্রাসী সংগঠন হিসেবে আখ্যা দিয়েছে কানাডার ইমিগ্রেশন। তাঁরা বলেন, বিএনপিকে সন্ত্রাসী সংগঠন হিসেবে চিহ্নিত করার ঘটনা কানাডায় বসে ক্ষমতাসীনদেরই কারসাজি।
আজ বৃহস্পতিবার রাজধানীর নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এসব অভিযোগ করা হয়।
সংবাদ সম্মেলনে বলা হয়, বিরোধীপক্ষের নেতাকর্মীদের ওপর দেশব্যাপী ক্ষমতাসীন দলের নির্যাতনের মাত্রা অনেক বেড়েছে। চলছে গুম-নির্যাতন আর হত্যার তাণ্ডব। এ সময় সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে বিএনপি নেতারা বলেন, বিএনপিকে সন্ত্রাসী সংগঠন সাজানোর নাটক প্রচার করা হচ্ছে।
বিএনপির ভাইস চেয়ারম্যান মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমেদ বলেন, ‘কানাডার যে ইমিগ্রেশন কর্মকর্তা প্রসিকিউশন অফিসার তিনি বলেছেন, বাংলাদেশের রাজনীতিতে এটি দিবালোকের মতো স্পষ্ট, যে সেখানে আওয়ামী লীগ এবং বিএনপি উভয়ই সশস্ত্র সংগঠনের মতো কর্মকাণ্ড করে। সুতরাং কেউ যদি এটা বিশ্বাস করে যে বিএনপি সন্ত্রাসী সংগঠন, আওয়ামী লীগ আমাদের আগে আছে অনেক।’
এ সময় বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী আহমেদ বলেন, ‘ছাত্রলীগের ছেলেরা যে কোথাও বসে, কানাডায় বসে তারা যে বিএনপির বিরুদ্ধে অপপ্রচার এবং নানা ধরনের চক্রান্তের বেড়াজাল তৈরি করছেন, একটা পরিকল্পনা, কর্মরত পরিকল্পনা তৈরি করছেন এটা খুব সুস্পষ্ট।’
কেন্দ্রীয় শহীদ মিনারের বেদিতে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার পুষ্পস্তবক অর্পণ নিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার বক্তব্যেরও সমালোচনা করা হয় সংবাদ সম্মেলনে।
এ সময় রিজভী আহমেদ ২১ ফেব্রুয়ারির প্রথম প্রহরে কেন্দ্রীয় শহীদ মিনারে খালেদা জিয়াসহ দলীয় শীর্ষস্থানীয় নেতাদের এবং সকালে সাধারণ মানুষের পুষ্পস্তবক অর্পণের দুটি ছবি সাংবাদিকদের সামনে তুলে ধরেন। তিনি বলেন, ‘পুলিশ এবং সর্বস্তরের জনগণ কোথায় দাঁড়ানো আছে? বিএনপি চেয়ারপারসন এবং অন্য নেতৃবৃন্দ কোথায় দাঁড়িয়ে আছেন? ঠিক একই জায়গায়। দেখুন নগ্ন পদ, ম্যাডামসহ সবার। তাহলে প্রধানমন্ত্রী যে সত্য কথা বলেন না এটা একেবারেই সুস্পষ্ট।’
এদিকে জাতীয় প্রেসক্লাবে সৌদি আরব বিএনপি আয়োজিত এক আলোচনায় সরকারের তীব্র সমালোচনা করেন নজরুল ইসলাম খান।
নজরুল ইসলাম খান বলেন, ‘অপকৌশল আর অপরাজনীতি করে যাঁরা জনগণের সমর্থন চান, জীবনেও সেটা তাঁরা পাবেন না।’
দেশে গণতান্ত্রিক পরিবেশ নেই উল্লেখ করে সরকারকে প্রতিহিংসার পথ থেকে সরে আসার আহ্বান জানান বক্তারা।