শিশুদের মধ্যে ঝগড়া, আ .লীগের দুপক্ষের সংঘর্ষে আহত ৫

ঝিনাইদহের শৈলকুপায় শিশুদের মধ্যে ঝগড়ার জের ধরে আওয়ামী লীগের দুই গ্রুপের সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ ঘটনায় পুলিশ সদস্যসহ অন্তত পাঁচজন গুরুতর আহত হয়েছেন।
আজ বৃহস্পতিবার সন্ধ্যা ৬টার দিকে এ ঘটনা ঘটে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ টিয়ার শেল ও শটগানের গুলি ছোড়ে। পরে রাত ৯টার দিকে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয় পুলিশ। এ ঘটনায় পৌরসভার কাউন্সিলর রাকিবসহ পাঁচজনকে আটক করা হয়েছে।
শৈলকুপা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তরিকুল ইসলাম জানান, বিকেলে শহরের আদর্শ উত্তরপাড়ায় শিশুদের মধ্যে ঝগড়ার জের ধরে শৈলকূপা পৌরসভার মেয়র ও পৌর আওয়ামী লীগের সভাপতি আশরাফুল আজম ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আরিফ রেজা মন্নুর গ্রুপের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। সন্ধ্যা ৬টার দিকে শৈলকুপা শহরের হাজি মার্কেট মোড়ে বসে থাকা মন্নু গ্রুপের দুই নেতা পৌর স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক রেজাউল ইসলাম ও পৌর ছাত্রলীগের সাধারণ সম্পাদক আবুল কালামের ওপর মেয়র আজম গ্রুপের লোকজন হামলা করে। এ সময় হামলাকারীদের ধারালো অস্ত্রের আঘাতে তারা গুরুতর আহত হন। এ খবর ছড়িয়ে পড়লে উভয় গ্রুপের সমর্থকরা দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে ধাওয়া-পাল্টাধাওয়া শুরু করে। এরপর পৌর এলাকায় উভয় গ্রুপের সমর্থকরা অস্ত্রশস্ত্র নিয়ে মুখোমুখি অবস্থান নেয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ কয়েকটি টিয়ার শেল ও শটগানের গুলি ছোড়ে। রাত ৯টার দিকে পরিস্থিতি শান্ত হয় বলে জানান তিনি। এ ঘটনায় গুরুতর আহত পুলিশের সহকারী উপপরিদর্শক (এএসআই) মাহমুদ, স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক রেজাউল ও পৌর ছাত্রলীগের সভাপতি আবুল কালামকে ঝিনাইদহ হাসপাতালে ভর্তি করা হয়েছে। এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।
ওসি আরো জানান, সংঘর্ষের পর পৌর মেয়র আজম ও প্রতিপক্ষ তৈয়বের বাড়িতে তল্লাশি চালিয়ে বিপুল সংখ্যক ঢাল, সড়কি ভেলা উদ্ধার করা হয়েছে। এ ছাড়া মেয়র আশরাফুল আজমের পৌর ভবনের কার্যালয়ে এবং উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আরিফ রেজা মন্নুর সমর্থক তৈয়ব আলীর বাড়িতে ত্ল্লাশি চলছে।
হাসপাতাল সূত্রে জানা গেছে, আহতদের মধ্যে পৌর স্বেচ্ছাসেবক লীগ নেতা রেজাউল ইসলামের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাঁকে ঢাকায় পাঠানো হয়েছে।