রোহিঙ্গাদের জন্য মালয়েশিয়ার পাঠানো ত্রাণ বিতরণ শুরু

বাংলাদেশে আশ্রয় নেওয়া রোহিঙ্গাদের জন্য মালয়েশিয়ার পাঠানো ত্রাণ বিতরণ শুরু হয়েছে। গতকাল বৃহস্পতিবার দুপুরে উখিয়ার কুতুপালং ক্যাম্প এবং বিকেলে টেকনাফের লেদা ক্যাম্প এলাকায় এক হাজার রোহিঙ্গা পরিবারের মধ্যে এসব ত্রাণ বিতরণ করা হয়।
এর আগে গত ১৪ ফেব্রুয়ারি মালয়েশিয়ান জাহাজ নটিক্যাল আলিয়া রোহিঙ্গাদের জন্য ত্রাণসামগ্রী নিয়ে চট্টগ্রাম বন্দরে পৌঁছে। জাহাজটিতে চাল, ডাল, কফি, চিনি, ভোজ্যতেল ও ওষুধসহ এক হাজার ৪২৭ টন ত্রাণ সামগ্রী রয়েছে। গত ১৫ ফেব্রুয়ারি চট্টগ্রাম বন্দর থেকে কক্সবাজার জেলা প্রশাসনের কাছে এসব ত্রাণ সামগ্রী হস্তান্তর করেন মালয়েশিয়ান প্রতিনিধিদল।
কক্সবাজার জেলা প্রশাসনের তত্ত্বাবধানে আন্তর্জাতিক অভিবাসন সংস্থা আইওএম এবং বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির সহযোগিতায় উখিয়া ও টেকনাফের ১৫ হাজার পরিবারের মধ্যে ত্রাণ বিতরণ করা হচ্ছে।
কক্সবাজার জেলা প্রশাসক মো. আলী হোসেন জানান, ত্রাণ সামগ্রীর মধ্যে ১৭ ধরনের নিত্যপ্রয়োজনীয় উপকরণ রয়েছে। আগামী এক সপ্তাহের মধ্যে বিতরণ কাজ শেষ হবে বলে তিনি আশা প্রকাশ করেছেন।