‘১৭ বছর মানুষ স্বাধীনভাবে কথাটুকুও বলতে পারেনি’

বিএনপির কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সহ-দপ্তর সম্পাদক মুহাম্মাদ মুনির হোসেন বলেছেন, বিগত ১৭ বছর ধরে দেশে কোনো গণতন্ত্র ছিল না। এদেশের মানুষের ভোটের অধিকার ছিল না, মানুষ স্বাধীনভাবে কথাটুকুও বলতে পারেনি। স্বৈরাচার শেখ হাসিনা এক স্বৈরাচারী রাজ্য কায়েম করেছিল। ছাত্র-জনতার অভ্যুত্থানে দেশ স্বৈরাচার মুক্ত হয়েছে।
গতকাল শুক্রবার (৩ অক্টোবর) বিকেলে পটুয়াখালীর বাউফলের ধুলিয়া বাজারে ধুলিয়া ইউনিয়ন বিএনপির কার্যালয় উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
বিএনপিনেতা মুনির বলেন, বাংলাদেশের মানুষ এখন নির্বাচন চায় এবং গত ১৭ বছর ভোট দিতে না পারার আক্ষেপ ঘুচাতে চায়।
বিএনপিনেতা মুনির আরও বলেন, কয়েকটি দল নির্বাচন পিছিয়ে দেওয়ার ষড়যন্ত্র করছে। তারা এদেশে নির্বাচন চায় না। তারা দেশে একটি অরাজকতা সৃষ্টির পাঁয়তারা করছে। তারা অযৌক্তিক পিআরের দাবি নিয়ে বিশৃঙ্খল পরিবেশ সৃষ্টি করতে চাচ্ছেন।
এদিন, শান্তির পায়রা উড়িয়ে ও লাল ফিতা কেটে ধুলিয়া ইউনিয়ন বিএনপির কার্যালয় উদ্বোধন করেন মুহাম্মাদ মুনির হোসেন।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ধুলিয়া ইউনিয়ন বিএনপির সভাপতি নজরুল ইসলামের সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য দেন উপজেলা বিএনপির আহ্বায়ক জব্বার মৃধা, সদস্য সচিব আপেল মাহমুদ ফিরোজ, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক সদস্য সচিব নাইম সিকদার তারেক প্রমুখ।