ট্রেনে কাটা পড়ে দুই নারীর মৃত্যু
নারায়ণগঞ্জ সদর উপজেলার ফতুল্লায় ট্রেনে কাটা পড়ে দুই নারী নিহত হয়েছেন। আহত হয়েছেন আরো একজন। প্রত্যক্ষদর্শী সূত্রে পুলিশের দাবি, নিহত ওই দুই নারী স্থানীয় পোশাক কারখানায় কাজ করতেন। আহত শ্রমিককে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
বৃহস্পতিবার সকালে রেললাইনের শাহজাহান রোলিং এলাকায় এ দুর্ঘটনা ঘটে। তবে নিহতদের পরিচয় জানা যায়নি।
প্রত্যক্ষদর্শীরা জানান, সকাল ৭টা ৫০ মিনিটে ওই শ্রমিকরা কাজে যাওয়ার পথে ঢাকা-নারায়ণগঞ্জ রেললাইন পার হওয়ার সময় অসতর্কতাবশত ট্রেনে নিচে কাটা পড়ে ঘটনাস্থলেই দুজনের মৃত্যু হয়। আহত হন আরো একজন।
ফতুল্লা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আসাদুজ্জামান জানান, নিহত দুই শ্রমিকের লাশ জিআরপি থানা পুলিশ নিয়ে গেছে। তাঁদের পরিচয় শনাক্ত করা যায়নি।