জয়পুরহাটে দুই ট্রাকের মুখোমুখি সংঘর্ষে ট্রাকচালক নিহত
![](http://103.16.74.218/sites/default/files/styles/big_3/public/images/2025/02/02/kaalaaiyye-srrk-duurghttnaayy-ttraak-caalk-niht.jpg)
জয়পুরহাটের কালাইয়ে দুই ট্রাকের মুখোমুখি সংঘর্ষে এনামুল হক নামে এক ট্রাকচালকের মৃত্যু হয়েছে। আজ রোববার (২ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ৯টার দিকে জেলার জয়পুরহাট-বগুড়া মহাসড়কের কালাই পৌর শহরের ‘ঠুসি গাড়ি’ এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
খবর পেয়ে কালাই থানা পুলিশ ও ফায়ার সার্ভিস কর্মীরা ঘটনাস্থলে পৌছে দুর্ঘটনাকবলিত ট্রাকটির চালকের কেবিন কেটে তার মরদেহ উদ্ধার করেন। অপর ট্রাকটি সড়কের ওপর ফেলে রেখে তার চালক ও হেলপার পালিয়ে গেছে। নিহত ট্রাকচালক এনামুল হক জয়পুরহাটের সদর উপজেলার একাডেমি নগর এলাকার মোহাম্মদ আলীর ছেলে।
কালাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, ট্রাক দুটিকে পুলিশি হেফাজতে নেওয়া হয়েছে। এ ব্যাপারে এখনো অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।