সিমেন্টভর্তি কার্গো ডুবল পানগুছি নদীতে

বাগেরহাটের মোরেলগঞ্জের পানগুছি নদীতে প্রায় এক হাজার ৩০০ বস্তা সিমেন্টবোঝাই একটি কার্গোডুবির ঘটনা ঘটেছে।
আজ শুক্রবার ভোরের দিকে এ ঘটনায় কার্গোর ক্রু শহিদুল ইসলাম শেখ (৪৫) আহত হয়েছেন। ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের কর্মীরা তাঁকে উদ্ধার করে মোরেলগঞ্জ থানা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেছেন।
কার্গোর চালক শহিদুল ইসলাম জানান, এমভি ‘মা ফতেমা’ নামক কার্গোতে মোংলার সেনাকল্যাণ সংস্থার এলিফ্যান্ট ব্র্যান্ডের সিমেন্ট ফ্যাক্টরি থেকে এক হাজার ৩০০ বস্তা সিমেন্ট নিয়ে শরণখোলার দিকে যাচ্ছিল। কার্গোটি রাত ১টায় মোরেলগঞ্জে পৌঁছায়। সেখানে মাসুম অ্যান্ড ব্রাদার্সের ৭৫ বস্তা সিমেন্ট নামিয়ে কার্গোর মালিক ও শ্রমিকরা ঘুমিয়ে পড়েন। পরে আজ ভোরে ভাটির টানে নদীর পানি কমে যাওয়ায় ঘাটে বাঁধা রশি ছিঁড়ে কার্গোটি ডুবে যায়।
মোরেলগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রাশেদুল আলম বলেন, ঘটনাস্থলে পুলিশ গেলেও এখনো কার্গোটির অবস্থান জানা যায়নি, তাই উদ্ধারকাজও এখনো শুরু হয়নি।