মোংলায় ভারতীয় ৭১২টি শাড়ি জব্দ

মোংলা কোস্ট গার্ড সদস্যরা খুলনার রূপসার খান জাহান আলী সেতু এলাকা থেকে ৭১২টি ভারতীয় শাড়িকাপড় জব্দ করেছে। ছবি : এনটিভি
মোংলা কোস্ট গার্ড সদস্যরা খুলনার রূপসার খান জাহান আলী সেতু এলাকা থেকে ৭১২টি ভারতীয় শাড়িকাপড় জব্দ করেছে। এসব কাপড় খুলনার মোংলা কাস্টমস হাউসে হন্তান্তর করা হয়েছে।
কোস্ট গার্ড পশ্চিম জোনের (মোংলা) অপারেশন অফিসার লেফটেন্যান্ট কমান্ডার এম ফরিদুজ্জামান খান জানান, গোপন সংবাদের ভিত্তিতে রোববার গভীর রাতে রূপসার খান জাহান আলী সেতু এলাকায় অভিযান চালায় কোস্ট গার্ড সদস্যরা। সেতু সংলগ্ন টোলপ্লাজা এলাকায় অভিযানকারীদের উপস্থিতি টের পেয়ে পাচারকারীরা কাপড় ফেলে পালিয়ে যায়।
পরে পরিত্যক্ত অবস্থায় ৭১২টি ভারতীয় শাড়িকাপড় জব্দ করা হয়। এসব কাপড়ের মূল্য প্রায় ২৫ লাখ টাকা বলে জানিয়েছে কোস্ট গার্ড। সোমবার বিকেলে তা কাস্টমস হাউজে হস্তান্তর করা হয়।