রাজধানীতে ছুরিকাঘাতে কিশোরের মৃত্যু

রাজধানীর মিরপুরে ছুরিকাঘাতে এক কিশোরের মৃত্যু হয়েছে বলে জানিয়েছে পুলিশ। বুধবার রাত ৮টার দিকে এ ঘটনার পর মুমূর্ষু অবস্থায় তাকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
নিহত সাইফুল ইসলাম (১৭) ময়মনসিংহের নান্দাইল উপজেলার আঠারোবাড়ী গ্রামের সামছু রহমানের ছেলে। তারা মিরপুর-১১ ওয়াপদা বিল্ডিং এলাকায় থাকে।
নিহতের বাবা সামছু রহমান বলেন, তিনি মিরপুর-১২ ব্লক-ই পানির ট্যাঙ্কি মসজিদসংলগ্ন রাস্তায় ফুটপাতে তরকারি বিক্রি করেন। বুধবার রাত সাড়ে ৮টার দিকে সাইফুল দোকানের পেছনে দাঁড়িয়ে ছিল। হঠাৎ দুই যুবক এসে তাঁর ছেলেকে ধাক্কা দিয়ে বুকে ছুরির আঘাত করে পালিয়ে যায়। প্রথমে তাকে স্থানীয় হাসপাতালে নেওয়া হয়। পরে অবস্থা গুরুতর হওয়ায় তাঁকে ঢামেকে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক সাইফুলকে মৃত ঘোষণা করেন।
পল্লবী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দাদন ফকির বলেন, সাইফুলকে কেন হত্যা করা হলো, বিষয়টি খোঁজ নিয়ে দেখা হচ্ছে। তদন্ত করে দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।