বিজিবির ধাওয়ায় ৪ লাখ ইয়াবা ফেলে পালাল পাচারকারী

কক্সবাজারের টেকনাফ উপজেলার একটি লবণের মাঠ থেকে পরিত্যক্ত অবস্থায় চার লাখ ১০ হাজার ইয়াবা জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
আজ বৃহস্পতিবার ভোর সাড়ে ৪টার দিকে উপজেলার সাবরাং বাজারের কাছ থেকে এসব ইয়াবা উদ্ধার করা হয়।
বিজিবি-২ ব্যাটালিয়নের উপ-অধিনায়ক মেজর আবু রাসেল সিদ্দিকী জানান, পাচারকারীরা মিয়ানমার থেকে বাংলাদেশে ইয়াবার চালান নিয়ে আসছিল। এ সময় সাবরাং বাজারের কাছে বিজিবি সদস্যরা তাদের ধাওয়া দেয়। পাচারকারীরা ইয়াবার ব্যাগ একটি লবণের মাঠে রেখে পালিয়ে যায়।
পরে ব্যাগ থেকে চার লাখ ১০ হাজার ইয়াবা জব্দ করা হয়। এর মূল্য হবে ১২ কোটি ৩০ লাখ টাকা। ইয়াবাগুলো ধ্বংস করার জন্য সদর ব্যাটালিয়নে জমা দেওয়া হয়েছে।
এ ছাড়া কোস্টগার্ড সদস্যরা টেকনাফ স্থলবন্দরের কাছে চারিয়ং খালের পাশের জঙ্গলে অভিযান চালিয়ে ৩৩৬ ক্যান আন্দামান গোল্ড বিয়ার জব্দ করেছে। এ সময় কাউকে আটক করা যায়নি।
কোস্টগার্ড টেকনাফ স্টেশন কমান্ডার লেফটেন্যান্ট কমান্ডার তাসকীন রেজা জানান, গতকাল বুধবার রাত সোয়া ৮টার দিকে এই অভিযান চালানো হয়।