বাগেরহাটে দুঃস্থদের মধ্যে সেলাই মেশিন, ভ্যান বিতরণ

বাগেরহাট জেলা পরিষদের গরিব-দুঃস্থদের মধ্যে সেলাই মেশিন, ভ্যান ও রিকশা বিতরণ করা হয়। ছবি : এনটিভি
বাগেরহাট জেলা পরিষদের উদ্যোগে অসহায় ও দুঃস্থদের মধ্যে সেলাই মেশিন, ভ্যানগাড়ি ও রিকশা বিতরণ করা হয়েছে।
গতকাল বৃহস্পতিবার দুপুরে জেলা পরিষদ মিলনায়তনে শতাধিক গরিব অসহায় লোকের মধ্যে এই সামগ্রী বিতরণ করা হয়।
এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা পরিষদের চেয়ারম্যান মুক্তিযোদ্ধা কামরুজ্জামান টুকু। জেলা পরিষদের প্রধান নির্বাহী মো. হাবিবুল হক খানের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তৃতা করেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. শফিকুল ইসলাম, অ্যাডভোকেট শরিফা হোসেন, ইব্রাহীম মোল্লা।