কক্সবাজারে মানবপাচারকারী সন্দেহে দুজন গ্রেপ্তার
কক্সবাজারের টেকনাফ উপজেলায় পৃথক অভিযানে মানবপাচারকারী সন্দেহে দুজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল শুক্রবার রাত ও আজ শনিবার ভোরে তাঁদের গ্রেপ্তার করা হয়।
urgentPhoto
গ্রেপ্তার দুজন হলেন টেকনাফের হোয়াইকং ইউনিয়নের মহেশখালিয়াপাড়ার আব্দুল কুদ্দুস (৪০) ও একই ইউনিয়নের লম্বাবিল এলাকার জাফর আলম (৫০)।
টেকনাফ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতাউর রহমান খন্দকার জানান, গতকাল দিবাগত রাত ১টার দিকে পুলিশ মহেশখালিয়াপাড়ায় অভিযান চালিয়ে আব্দুল কুদ্দুসকে গ্রেপ্তার করে। আর আজ ভোররাত ৪টার দিকে লম্বাবিল এলাকা থেকে জাফর আলমকে গ্রেপ্তার করা হয়। তাঁদের বিরুদ্ধে মানবপাচারের একাধিক মামলা রয়েছে।