টেকনাফে মানবপাচারকারী সন্দেহে গ্রেপ্তার ৩
কক্সবাজারের টেকনাফ উপজেলার বিভিন্ন জায়গা থেকে তিনজনকে গ্রেপ্তার করেছে আইনশৃঙ্খলা বাহিনী। পুলিশের দাবি, তাঁরা মানবপাচারকারী দলের সদস্য।
টেকনাফ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতাউর রহমান খন্দকার জানান, আজ বৃহস্পতিবার ভোরে উপজেলার শাহপরীর দ্বীপ, কোয়ানসিপাড়া ও নোয়াখালীপাড়া থেকে তিনজনকে গ্রেপ্তার করা হয়। তাঁরা হলেন জামাল হোসেন, আবদুল্লাহ ও মোহাম্মদ আলম। তাঁদের বিরুদ্ধে মানবপাচারের অভিযোগে একাধিক মামলা রয়েছে বলে জানান ওসি।
সম্প্রতি মানবপাচারকারীদের খপ্পরে পড়ে কক্সবাজার থেকে সমুদ্রপথে হাজার হাজার মানুষ মালয়েশিয়ার উদ্দেশে পাড়ি দেয়। কিন্তু মাঝপথে অভিবাসনপ্রত্যাশীদের কাছ থেকে মুক্তিপণ দাবি করা হয়। দিতে না পারলে তাদের নির্মম নির্যাতন-নিপীড়নের শিকার হতে হয় নিরীহ মানুষকে। গত মে মাসে মালয়েশিয়া ও থাইল্যান্ডের জঙ্গলে বেশ কয়েকটি গণকবরের সন্ধান পাওয়ার পর মানবপাচারের বিষয়টি আন্তর্জাতিক মহলে আলোচনায় আসে।