বিএনপির প্রার্থীদের হুমকি দিচ্ছে আ. লীগের কর্মীরা : রিজভী

দেশের বিভিন্ন জায়গায় উপজেলা নির্বাচনকে ঘিরে আওয়ামী লীগের নেতাকর্মীরা বিএনপির প্রার্থীদের হয়রানি ও হুমকি দিচ্ছে বলে অভিযোগ করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী আহমেদ।
আজ রোববার সকালে রাজধানীর নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এ অভিযোগ করেন রিজভী।
বিএনপি নেতা বলেন, উপজেলা নির্বাচনের ঠিক আগমুহূর্তে বিএনপির প্রার্থী ও নেতাকর্মীদের হত্যার হুমকি দিচ্ছে আওয়ামী লীগের ভাড়াটে সন্ত্রাসীরা। প্রধান নির্বাচন কমিশনারের (সিইসি) এলাকা পটুয়াখালীতেও একই চিত্র। যেখানে নিজ এলাকায় সুষ্ঠু নির্বাচনী পরিবেশ তৈরিতে ব্যর্থ সিইসি, সেখানে পুরো দেশের নির্বাচন যে অবাধ ও সুষ্ঠু হবে না, সেটা সহজেই অনুমেয় বলে অভিযোগ করেন রিজভী আহমেদ।
তা ছাড়া গ্যাসের দাম বৃদ্ধির প্রতিবাদ এবং অবিলম্বে তা কমানোর ব্যাপারে জনমত সৃষ্টির লক্ষ্যে রাজধানীর বিভিন্ন সড়কে লিফলেট বিলি করেছেন বিএনপি নেতারা।