সকালে মোবাইলে হুমকি, সন্ধ্যায় ছুরি মেরে হত্যা

যশোর শহরের টাউন হল ময়দান খোলা মার্কেট এলাকায় এক যুবককে ছুরি মেরে হত্যা করেছে দুর্বৃত্তরা। আজ রোববার সন্ধ্যায় মার্কেটের জিন্স ফ্যাশন নামের একটি দোকানের সামনে এ ঘটনা ঘটে।
নিহত বাপ্পার (২০) বাবার নাম মোতলেব হোসেন আর মায়ের নাম ফুলি বেগম। মোতালেবের সঙ্গে ছাড়াছাড়ির পর ফুলি বেগমের রফিকুল ইসলামের সঙ্গে বিয়ে হয়। শহরের ঘোপ নওয়াপাড়া রোড এলাকায় তারা বসবাস করেন। রফিকুল একটি চায়ের দোকান চালান। বাপ্পা ওই দোকানে সহযোগিতা করতেন।
বাপ্পার মা ফুলি বেগম যশোর জেনারেল হাসপাতালে সাংবাদিকদের জানান, আজ সকালে তাঁর ছেলেকে মোবাইল ফোনে দুর্বৃত্তরা হত্যার হুমকি দিয়েছিল। পরে সন্ধ্যায় তাঁকে ছুরি মেরে হত্যা করে।
প্রত্যক্ষদর্শীরা জানায়, সন্ধ্যা সাড়ে ৬টার দিকে দুর্বৃত্তরা বাপ্পার বুকে তিন দফা ছুরিকাঘাত করে। পরে স্থানীয় লোকজন তাঁকে উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালে নিয়ে যায়। সেখানেই চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন। লাশ বর্তমানে হাসপাতালের মর্গে রয়েছে।
হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক ইউসুফ আলী বলেন, ‘হাসপাতালে আনার আগেই ওই যুবকের মৃত্যু হয়। তাঁর বুকে তিনটি স্থানে চুরিকাঘাতের চিহ্ন রয়েছে।’
সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইলিয়াস হোসেন জানান, বিষয়টি তদন্তে পুলিশ মাঠে নেমেছে। এখনি কিছু বলা যাচ্ছে না।