নাতনির শাড়ি কিনে বাড়ি ফেরা হলো না সাইদুলের

পেনশনের টাকা তুলে নাতনির জন্য শাড়ি কিনে আর বাড়ি ফেরা হলো না অবসরপ্রাপ্ত বিজিবি সদস্য নায়েক সুবেদার সাইদুল ইসলামের। গতকাল সোমবার সন্ধ্যায় নরসিংদী রেলস্টেশন এলাকায় দ্রুতগামী ট্রেন সুবর্ণা এক্সপ্রেসের নিচে কাটা পড়ে মারা যান তিনি।
নিহত নায়েক সুবেদার সাইদুল ইসলামের বাড়ি নরসিংদী শহরের পশ্চিম ব্রাহ্মন্দী মহল্লায়।
নিহত নায়েক সুবেদার সাইদুল ইসলামের মেয়ে সেলিনা আক্তার জানিয়েছেন, তাঁর বাবা সোনালী ব্যাংক প্রধান শাখা থেকে পেনশনের টাকা তোলার জন্য গতকাল সকাল সাড়ে ৯টায় বাড়ি থেকে বেরিয়ে যান। তিনি পেনশনের টাকা তুলে নিজের জন্য ওধুষ কেনেন এবং তাঁর তিন বছর বয়সী নাতনি রিমিয়ার জন্য একটি ছোট শাড়িও কেনেন। এরপর তিনি বাড়ির উদ্দেশে রওনা দেন। সন্ধ্যায় নরসিংদী রেলস্টেশনের লাইন পারাপারের সময় ঢাকা থেকে চট্টগ্রামগামী সুবর্ণা এক্সপ্রেস ট্রেনটি দ্রুত বেগে এলে কাটা পড়েন তিনি। এ সময় আশপাশের লোকজন দৌড়ে দিয়ে তাঁর রক্তাক্ত কাটা দেহ উদ্ধার করেন। ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়।
লাশ উদ্ধার করে নরসিংদী রেলওয়ে ফাঁড়ির উপপরিদর্শক মো. আনোয়ারুল ইসলাম পুলিশ হেফাজতে নিয়ে যান। খবর পেয়ে সেলিনা আক্তার তাঁর বাবার লাশ শনাক্ত করেন এবং লাশ নিতে পুলিশের কাছে আবেদন করেন।