সুন্দরবনের দস্যু বাহিনীর প্রধান অস্ত্র-গুলিসহ আটক

সুন্দরবনের জোড়শিং এলাকায় অভিযান চালিয়ে বনদস্যু মাহাবুব বাহিনীর প্রধান মাহাবুব শেখকে অস্ত্র ও গুলিসহ আটক করেছে কোস্টগার্ড। আজ মঙ্গলবার সকাল ৯টার দিকে এই অভিযান চালানো হয়।
আটক মাহাবুবের বাড়ি খুলনার কয়রা উপজেলার চোরামুখা গ্রামে।
কোস্টগার্ড পশ্চিম জোনের অপারেশন অফিসার লেফটেন্যান্ট কমান্ডার এম ফরিদুজ্জামান খান জানান, বনদস্যু মাহাবুব বাহিনীর সদস্যরা ডাকাতির প্রস্তুতি নিয়ে পশ্চিম সুন্দরবনের জোড়শিং এলাকায় অবস্থান করছে এমন গোপন সংবাদের ভিত্তিতে ওই এলাকায় অভিযান চালায় কোস্টগার্ড। এ সময় দস্যু বাহিনীর প্রধান মাহাবুব শেখকে একটি শাটারগান ও ২৬টি তাজা গুলিসহ আটক করা হয়।
মাহাবুব এর আগে বনদস্যু মিন্টু বাহিনীর সদস্য ছিল। সম্প্রতি মিন্টু বাহিনী আত্মসমর্পণ করার পর মাহাবুব চার-পাঁচজন নিয়ে নিজের নামেই একটি বাহিনী গড়ে তোলে। অস্ত্র-গুলিসহ মাহাবুবকে বিকেলে কয়রা থানার পুলিশের কাছে হস্তান্তর করে র্যাব।
কোস্টগার্ড কর্মকর্তা ফরিদুজ্জামান খান বলেন, স্থানীয় লোকজনের সহযোগিতা পেলে দ্রুতই সুন্দরবন থেকে বনদস্যু নির্মূল করা সম্ভব হবে। বনদস্যু মাহাবুবকেও স্থানীয় বাসিন্দাদের সহায়তায় আটক করা হয়েছে।