সুন্দরবনে কীটনাশক দিয়ে মাছ ধরার অভিযোগ, আটক ৪

সুন্দরবনের মরাপশুর এলাকায় কীটনাশক দিয়ে মাছ শিকারের অভিযোগে চারজনকে আটক করেছে যৌথ বাহিনী। আটককৃতদের বিরুদ্ধে মামলা দায়েরের পর আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে। গতকাল সোমবার তাদের আটক করা হয়।
আটককৃতরা হলো মোংলার জয়মনি গ্রামের রুহুল শেখ, আলামিন শেখ, বাচ্চু হাওলাদার ও শ্যামল হালদার।
কোস্টগার্ড পশ্চিম জোনের (মোংলা) অপারেশন অফিসার লে. কমান্ডার এম ফরিদুজ্জামান খান ও পূর্ব সুন্দরবনের চাঁদপাই রেঞ্জের স্টেশন কর্মকর্তা মো. আলাউদ্দিন জানান, কোস্টগার্ড ও বন বিভাগের সদস্যরা যৌথভাবে সোমবার দুপুরে বনের মরাপশুর এলাকায় অভিযান চালান। এ সময় অভিযানকারীরা ওই এলাকায় কীটনাশক দিয়ে মাছ শিকারের অভিযোগে চারজনকে আটক করেন। আটককৃতদের নৌকায় অভিযান চালিয়ে পাঁচ কেজি বিভিন্ন প্রজাতির মাছ জব্দ করা হয়। পরে বন বিভাগ আটক দুর্বৃত্তদের বিরুদ্ধে বন আইনে মামলা দায়ের করে। আদালত তাঁদের জেলহাজতে পাঠান।