বিএনপির মিছিলে পুলিশের বাধা, গলির মুখে সমাবেশ
![](http://103.16.74.218/sites/default/files/styles/big_3/public/images/2017/03/08/photo-1488984431.jpg)
কুমিল্লায় যাত্রীবাহী বাসে পেট্রলবোমা হামলা মামলায় বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়াসহ ৭৮ জন নেতাকর্মীর বিরুদ্ধে অভিযোগপত্র দেওয়ার প্রতিবাদে বান্দরবানে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছেন দলের নেতাকর্মীরা। এই সময় ঢাকা কেন্দ্রীয় কারাগারের গেট থেকে বিএনপির যুগ্ম মহাসচিব হাবিব-উন-নবী খান সোহেলকে গ্রেপ্তারের প্রতিবাদ জানিয়ে অবিলম্বে তাঁর মুক্তির দাবি জানানো হয়।
আজ বুধবার বিকেলে জেলা স্বেচ্ছাসেবক দলের উদ্যোগে জেলা বিএনপিসহ অঙ্গসংগঠনের নেতাকর্মীরা শহরে বিক্ষোভ মিছিল বের করেন। মিছিলটি বান্দরবান বাজারের দুই নম্বর গলির বিএনপির কার্যালয়ের সামনে থেকে বের হলে পুলিশ বাধা দেয়। পরে পুলিশের বাধায় গলির মুখে বিক্ষোভ সমাবেশ করা হয়।
সমাবেশে বক্তব্য দেন জেলা বিএনপির নতুন সভানেত্রী মাম্যাচিং, জেলা বিএনপির সিনিয়র সহসভাপতি অধ্যাপক মো. ওসমান গনি, সাধারণ সম্পাদক মোহাম্মদ জাবেদ রেজা, সাংগঠনিক সম্পাদক জসিম উদ্দিন তুষার, জেলা ছাত্রদলের সভাপতি সাবিকুর রহমান জুয়েল, জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম সম্পাদক রিটল বিশ্বাস।
সমাবেশে প্রধান অতিথি হিসেবে জেলা বিএনপির নতুন সভানেত্রী মাম্যাচিং বলেন, ‘অগ্রহণযোগ্য নির্বাচন কমিশন গঠন করে আওয়ামী লীগ সরকার আবার ব্যর্থতার পরিচয় দিয়েছে। আওয়ামী লীগ প্রমাণ করেছে তারা দেশ চালাতে সম্পূর্ণ ব্যর্থ। দেশের মানুষের আস্থা হারিয়ে বিএনপি চেয়ারপারসনসহ নেতাকর্মীদের বিরুদ্ধে মিথ্যা মামলা দিয়ে দমন-পীড়ন চালাচ্ছে।’
জেলা বিএনপির সাধারণ সম্পাদক মোহাম্মদ জাবেদ রেজা বলেন, বিএনপির হাজার হাজার নেতাকর্মী বিনা অপরাধে এখন কারাগারে রয়েছেন। বিএনপির যুগ্ম মহাসচিব হাবিব-উন-নবী খান সোহেল জামিনে মুক্তি পেয়ে জেলগেট থেকে বের হওয়ার পর আবার বিনা অপরাধে তাঁকে গ্রেপ্তার করা হয়েছে। দেশে আইনের শাসন কোথায় গেছে। যুগ্ম মহাসচিব সোহেলসহ বিএনপির সব নেতাকর্মীর মুক্তির দাবি জানান তিনি।