চুয়াডাঙ্গা সরকারি মহিলা কলেজে ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত

চুয়াডাঙ্গা সরকারি আদর্শ মহিলা কলেজের বার্ষিক ক্রীড়া ও সাহিত্য-সংস্কৃতি প্রতিযোগিতার পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে।
আজ বুধবার দুপুরে কলেজ চত্বরে এ আয়োজন অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে জেলা প্রশাসক সায়মা ইউনুস প্রধান অতিথি হিসেবে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন।
অনুষ্ঠানে চুয়াডাঙ্গা সরকারি কলেজের অবসরপ্রাপ্ত শিক্ষক অধ্যাপক আবদুল মুহিত, জাতীয় ফুটবল দলের সাবেক অধিনায়ক নাজমুল হাসান শোভন ও বাউলশিল্পী আবদুল লতিফ শাহকে গুণীজন হিসেবে সংবর্ধনা দেওয়া হয়।
চুয়াডাঙ্গা সরকারি আদর্শ মহিলা কলেজের অধ্যক্ষ অধ্যাপক নওরোজ মোহাম্মদ সাঈদের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন চুয়াডাঙ্গার পৌর মেয়র ওবায়দুর রহমান চৌধুরী, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) তরিকুল ইসলাম, চুয়াডাঙ্গা সরকারি কলেজের অধ্যক্ষ অধ্যাপক মো. কামরুজ্জামান, জেলা পরিষদের ভারপ্রাপ্ত প্রধান নির্বাহী কর্মকর্তা লুৎফর রহমান ও অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) আবদুর রাজ্জাক।
এ ছাড়া অতিথি ছিলেন কলেজের প্রতিষ্ঠাতা অধ্যক্ষ রওশন আলী, সাবেক অধ্যক্ষ এস এম ইস্রাফিল, শহীদুল ইসলাম ও সরকারি কলেজের উপাধ্যক্ষ অধ্যাপক আবদুল মজিদ প্রামাণিক। প্রতিযোগিতার পৃষ্ঠপোষকতায় ছিলেন উপাধ্যক্ষ ড. জাহাঙ্গীর আলম। অনুষ্ঠান উপস্থাপনায় ছিলেন হিসাববিজ্ঞান বিভাগের সহকারী অধ্যাপক মাসুদ পারভেজ ও পদার্থবিজ্ঞান বিভাগের প্রভাষক নাজনিন আরা পারভীন।
বার্ষিক সাহিত্য-সংস্কৃতি প্রতিযোগিতায় একাদশ শ্রেণির মানবিক বিভাগের ছাত্রী উম্মে খাদিজা আঁখি নজরুল, রবীন্দ্র ও লোকসংগীতে প্রথম স্থান অধিকার করে চ্যাম্পিয়ন হয়। ক্রীড়া প্রতিযোগিতায় একাদশ শ্রেণির বিজ্ঞান বিভাগের ছাত্রী মাহফুজা আক্তার উর্মি ১০০ মিটার দৌড়ে ও রিলে রেসে প্রথম স্থান অধিকার করে চ্যাম্পিয়ন হয়। যেমন খুশি তেমন সাজ প্রতিযোগিতায় দর্শন বিভাগের প্রথম বর্ষের ছাত্রী তামান্না খাতুন প্রথম স্থান অধিকার করে।
বার্ষিক ক্রীড়া কমিটির আহ্বায়ক হিসেবে শিক্ষক মফিজুর রহমান ও সাহিত্য-সংস্কৃতি প্রতিযোগিতার আহ্বায়ক হিসেবে শিক্ষক ড. আবদুর রশিদ দায়িত্ব পালন করেন।