এসএসসি শেষ করতে পারল না জাকারিয়া

পঞ্চগড়ের দেবীগঞ্জ উপজেলায় মাহিন্দ্রর সঙ্গে মোটরসাইকেলের সংঘর্ষে জাকারিয়া (১৬) নামে এক এসএসসি পরীক্ষার্থী নিহত হয়েছে। এ সময় আহত হয়েছেন আরো একজন।
গতকাল বৃহস্পতিবার বিকেলে দেবীগঞ্জ উপজেলার ভাউলাগঞ্জ বাজার এলাকায় ওই দুর্ঘটনা ঘটে।
নিহত জাকারিয়া বোদা উপজেলার বড় শশী ইউনিয়নের চিলাপাড়া গ্রামের বাচ্চা মিয়ার ছেলে। সে ভাউলাগঞ্জ হাজী আজহার উদ্দিন উচ্চ বিদ্যালয় থেকে এসএসসি পরীক্ষায় অংশ নিয়েছিল।
দুর্ঘটনায় আহত ব্যক্তির নাম আবদুল খালেক (২৫)। তিনি নীলফামারীর ডোমার উপজেলার ভোগডাবুড়ি ইউনিয়নের সব্দিগছ এলাকার শফিকুল ইসলামের ছেলে। তিনি নিহত জাকারিয়ার আত্মীয় বলে জানা গেছে। তাঁকে দেবীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
প্রত্যক্ষদর্শী কয়েকজনের সঙ্গে কথা বলে জানা যায়, বৃহস্পতিবার বিকেলে ভাউলাগঞ্জ বাজার থেকে মোটরসাইকেলে করে আবদুল খালেককে নিয়ে বড়শশী এলাকার নিজ বাড়িতে ফিরছিল জাকারিয়া। এ সময় তাদের মোটরসাইকেলটি ভাউলাগঞ্জ হাইস্কুলের সামনে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি মাহিন্দ্রর সঙ্গে সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই জাকারিয়া নিহত হয়।
এ বিষয়ে দেবীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমিনুল ইসলাম জানান, দুর্ঘটনায় জড়িত মাহিন্দ্রটি আটক করা হয়েছে। তবে চালক ও চালকের সহকারী পালিয়ে গেছে। জাকারিয়ার লাশ তার পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।