শরীয়তপুরে মানবপাচারের অভিযোগে আটক ১
![](http://103.16.74.218/sites/default/files/styles/big_3/public/images/2015/06/14/photo-1434288722.jpg)
শরীয়তপুরের নড়িয়া উপজেলার জপসা থেকে মানবপাচারের অভিযোগে জাহাঙ্গীর চৌকিদার (৩৫) নামের একজনকে আটক করেছে নড়িয়া থানা পুলিশ। আজ রোববার বিকেলে নিজ বাড়ি থেকে জাহাঙ্গীরকে আটক করে পুলিশ।
নড়িয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইকরাম আলী মিয়া বলেন, স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে পাঠানো মানবপাচারকারীর তালিকায় জাহাঙ্গীরের নাম রয়েছে। দীর্ঘদিন ধরে তিনি অবৈধপথে মালয়েশিয়ায় মানবপাচার করে আসছিলেন।