যুবদল ও ছাত্রদলের প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত

বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারির প্রতিবাদে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে বগুড়ায় প্রতিবাদ সমাবেশ করেছে যুবদল ও ছাত্রদল।
আজ শনিবার বিকেলে বিএনপির দলীয় কার্যালয়ে জেলা যুবদলের আয়োজনে এই প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়। এ সময় উপস্থিত ছিলেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক জয়নাল আবেদীন চানসহ যুবদলের নেতাকর্মীরা।
অপরদিকে বিকেল ৪টার দিকে একই স্থানে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে বিক্ষোভ সমাবেশ করেছে জেলা ছাত্রদল।