সারা দেশে পৌরসভার কাউন্সিলরদের কর্মবিরতি স্থগিত

বেতন-ভাতা বৃদ্ধিসহ আট দফা দাবিতে সারা দেশে চলা পৌরসভার কাউন্সিলরদের কর্মবিরতি কর্মসূচি স্থগিত করা হয়েছে। আজ সোমবার খুলনা বিভাগীয় কাউন্সিলর অ্যাসোসিয়েশনের সভাপতি এবং চুয়াডাঙ্গা পৌরসভার ৮ নম্বর ওয়ার্ড কাউন্সিলর সিরাজুল ইসলাম মনি এ তথ্য জানিয়েছেন।
এর আগে বেতন-ভাতা বৃদ্ধিসহ আট দফা দাবিতে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে গত ৮ মার্চ থেকে চুয়াডাঙ্গার চারটি পৌরসভার ৪৮ জন কাউন্সিলর টানা কর্মবিরতি পালন করে আসছিলেন। এতে অচল হয়ে পড়ে ওই চারটি পৌরসভার কার্যক্রম।
কাউন্সিলরদের কর্মবিরতির কারণে জন্ম সনদ, নাগরিক সনদসহ জরুরি কাগজপত্র সরবরাহ বন্ধ থাকায় পৌরবাসী পড়েন দুর্ভোগে।
কাউন্সিলর সিরাজুল ইসলাম মনি বলেন, ‘বিষয়টি নিয়ে ঢাকার নেতৃবৃন্দের সঙ্গে আমাদের কথা হয়েছে। আগামী বুধবার সরকারের পক্ষ থেকে এ নিয়ে বৈঠক হওয়ার কথা রয়েছে। বৈঠকে আমাদের দাবি নিয়ে আলোচনা শেষে সিদ্ধান্ত হবে। সে কারণে আজ দুপুরের পর থেকে কর্মসূচি স্থগিত করা হয়েছে।’
এ বিষয়ে চুয়াডাঙ্গা পৌরসভার মেয়র ওবায়দুর রহমান চৌধুরী বলেন, ‘আগামী বুধবার ঢাকায় কাউন্সিলরদের বৈঠক হওয়ার কথা আছে। এ কারণে তাঁরা কর্মসূচি স্থগিত করেছেন।’