স্কুলের সময়ে ভারী যানবাহন চলাচল বন্ধের দাবিতে মানববন্ধন

চুয়াডাঙ্গায় স্কুল চলার সময়ে সামনের রাস্তা দিয়ে ভারী যানবাহন চলাচল বন্ধের দাবিতে শিক্ষার্থীদের মানববন্ধন। ছবি : এনটিভি
স্কুল চলার সময়ে প্রতিষ্ঠানের সামনের রাস্তা দিয়ে বাস, ট্রাকসহ ভারী যানবাহন চলাচল বন্ধের দাবিতে মানববন্ধন করেছে চুয়াডাঙ্গা ভি জে সরকারি উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীরা। আজ সোমবার বেলা সাড়ে ১১টা থেকে সাড়ে ১২টা পর্যন্ত বিদ্যালয়ের সামনে এ মানববন্ধন করা হয়।
মানববন্ধনে শিক্ষার্থীরা বলেন, স্কুল ছুটি অথবা টিফিনের সময় প্রায়ই ছোটখাটো দুর্ঘটনা ঘটে। এ জন্য বিদ্যালয়ের সামনের রাস্তা দিয়ে বাস, ট্রাকসহ ভারী যানবাহন চলাচল বন্ধ করে সড়ক নিরাপদ রাখতে হবে।