মাকে হত্যার দায়ে ছেলের মৃত্যুদণ্ড

বাগেরহাটের কচুয়া উপজেলায় মাকে হত্যার দায়ে তাঁর ছেলেকে মৃত্যুদণ্ডাদেশ দিয়েছেন আদালত। বাগেরহাটের অতিরিক্ত জেলা ও দায়রা জজ-২ আদালতের বিচারক মো. জাকারিয়া হোসেন আজ মঙ্গলবার দুপুরে এই রায় দেন।
দণ্ডাদেশ পাওয়া আসামি হলেন কচুয়া উপজেলার নরেন্দ্রপুর গ্রামের ফজলুর রহমানের ছেলে মো. উজ্জ্বল শেখ। রায় ঘোষণাকালে আসামি আদালতে উপস্থিত ছিলেন।
মামলার সংক্ষিপ্ত বিবরণে জানা যায়, ২০১৩ সালের ২ জুন দুপুরে পারিবারিক বিষয় নিয়ে কথাকাটাকাটির একপর্যায়ে ছেলে মো. উজ্জ্বল শেখ কোদাল দিয়ে তাঁর মা শাহিদা বেগমের দুই হাতের নয়টি আঙুল কেটে ফেলেন। এতে শাহিদার অনেক রক্তক্ষরণ হয়। এলাকাবাসী শাহিদা বেগমকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে। সেখানেই তাঁর মৃত্যু হয়।
এই ঘটনায় ফজলুর রহমান বাদী হয়ে ছেলে উজ্জ্বল শেখকে আসামি করে কচুয়া থানায় হত্যা মামলা করেন। মামলার দীর্ঘ তদন্ত শেষে কচুয়া থানার উপপরিদর্শক (এসআই) বোধন চন্দ্র বিশ্বাস একই বছরের ৬ নভেম্বর উজ্জ্বল শেখকে আসামি করে আদালতে অভিযোগপত্র দাখিল করেন।
এই মামলায় সাক্ষীদের সাক্ষ্যগ্রহণ ও যুক্তিতর্ক শেষে বিচারক উজ্জ্বল শেখকে মৃত্যুদণ্ডাদেশ ও দুই হাজার টাকা জরিমানার আদেশ দেন।
মামলায় রাষ্ট্রপক্ষে আইনজীবী ছিলেন সহকারী পাবলিক প্রসিকিউটর (এপিপি) সীতা রানী দেবনাথ ও আসামিপক্ষে ছিলেন মো. মনিরুজ্জামান।