অ্যাটকো সভাপতির মুক্তির দাবিতে ভৈরবে মানববন্ধন

এনটিভির চেয়ারম্যান ও ব্যবস্থাপনা পরিচালক এবং বেসরকারি টেলিভিশন চ্যানেল মালিকদের সংগঠন অ্যাসোসিয়েশন অব টেলিভিশন চ্যানেল ওনার্সের (অ্যাটকো) সভাপতি আলহাজ্ব মোহাম্মদ মোসাদ্দেক আলীর মুক্তির দাবিতে আজ মঙ্গলবার সকালে কিশোরগঞ্জের ভৈরবে মানববন্ধন করেন সাংবাদিকরা।
সকাল সাড়ে ১০টার দিকে ভৈরব শহরের কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে অনুষ্ঠিত মানববন্ধনে বাংলাদেশ সাংবাদিক সমিতি ভৈরব উপজেলা শাখা, ভৈরব প্রেসক্লাব, ভৈরব রিপোর্টার্স ক্লাব, ভৈরব রিপোর্টার্স ইউনিটি, ভৈরব ইলেকট্রনিক মিডিয়া জার্নালিস্ট অ্যাসোসিয়েশন ও ভৈরব ইয়াং রিপোর্টার্স অ্যাসোসিয়েশনসহ বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক সংগঠনের নেতারা অংশ নেন।
ঘণ্টাব্যাপী চলা ওই মানববন্ধনে বক্তব্য দেন এনটিভির স্টাফ করেসপন্ডেন্ট মোস্তাফিজ আমিন, বাংলাদেশ সাংবাদিক সমিতি উপজেলা শাখার সাধারণ সম্পাদক আসাদুজ্জামান ফারুক, ভৈরব প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল মনসুর, রিপোর্টার্স ক্লাবের সভাপতি মো. তাজুল ইসলাম, দৃশ্যপট পত্রিকার সম্পাদক মো. জাকির হোসেন কাজল, খেলাঘর জাতীয় কমিটির সদস্য অধ্যাপক সত্যজিৎ দাস ধ্রুব, নিরাপদ সড়ক চাই-এর ভৈরব শাখার সাধারণ সম্পাদক মো. আলাল উদ্দিন, ইয়াং রিপোর্টার্স অ্যাসোসিয়েশনের সভাপতি জয়নাল আবেদীন রিটন, সাধারণ সম্পাদক জ ই পরশসহ সাংবাদিক নেতারা।