অজ্ঞান করেও পার পেলেন না তাঁরা

চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলায় আন্তজেলা অজ্ঞান পার্টির তিন সদস্যকে আটক করেছে পুলিশ। আজ শনিবার বেলা ১১টার দিকে উপজেলার জয়রামপুর এলাকা থেকে তাঁদের আটক করা হয়।
আটক ব্যক্তিরা হলেন রংপুরের আবদুল্লাহপুর গ্রামের ফুল মিয়া, নাটোরের গালিমপুর গ্রামের সানোয়ার হোসেন ও টাঙ্গাইলের ভুগুলী গ্রামের আবদুর রহিম।
দামুড়হুদা মডেল থানার পুলিশ জানায়, দামুড়হুদা উপজেলার জয়রামপুর গুড়েরহাটে গুড় কেনাবেচা করেন সিরাজগঞ্জের চর সাতবাড়িয়া গ্রামের ব্যবসায়ী আবু সাঈদ ও একই এলাকার হালসাবাড়িয়া গ্রামের আলেপ উদ্দিন। আজ শনিবার সকালে তাঁরা ইজিবাইকে করে গুড় কিনতে যাচ্ছিলেন। জয়রামপুরে পৌঁছালে একই ইজিবাইকে থাকা অজ্ঞান পার্টির তিন সদস্য তাদের অচেতন করে এক লাখ ৩৬ হাজার ৩৮০ টাকা নিয়ে পালিয়ে যায়।
স্থানীয়রা পুলিশে খবর দিলে পুলিশ জয়রামপুর এলাকা থেকে অজ্ঞান পার্টির তিন সদস্যকে আটক করে। অচেতন হওয়া দুই ব্যবসায়ীকে উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ভর্তি করেন স্থানীয়রা।
দামুড়হুদা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু জিহাদ জানান, অজ্ঞান পার্টির সদস্যদের কাছ থেকে ছিনিয়ে নেওয়া পুরো টাকা ও অচেতন করার সরঞ্জাম উদ্ধার করা হয়েছে। তারা প্রত্যেকেই আন্তজেলা অজ্ঞান পার্টির সদস্য।