গ্যাসের মূল্যবৃদ্ধির প্রতিবাদে খুলনায় বিএনপির লিফলেট বিতরণ

গ্যাসসহ নিত্য প্রয়োজনীয় মূল্যবৃদ্ধির প্রতিবাদে ও গণসচেতনতার লক্ষ্যে আজ রোববার সাধারণ মানুষের মধ্যে লিফলেট বিতরণ করেন মহানগর বিএনপির সভাপতি নজরুল ইসলাম মঞ্জু ও খুলনা সিটি করপোরেশনের মেয়র মনিরুজ্জামান মনি। ছবি : এনটিভি
গ্যাসসহ নিত্য প্রয়োজনীয় দ্রব্যের মূল্যবৃদ্ধির প্রতিবাদে ও গণসচেতনতার লক্ষ্যে খুলনা মহানগরে লিফলেট ও পোস্টার বিতরণ কর্মসূচির উদ্বোধন করেছে মহানগর বিএনপি।
আজ রোববার সকালে মহানগর বিএনপির সভাপতি নজরুল ইসলাম মঞ্জু ও খুলনা সিটি করপোরেশনের মেয়র মনিরুজ্জামান মনি এই কর্মসূচিতে নেতৃত্ব দেন। সকালে নগরীর কেডিঘোষ রোড, স্যার ইকবাল রোড, ক্লে রোডসহ বিভিন্নস্থানে এই লিফলেট সবার মধ্যে বিতরণ করা হয়। পরে নগরীর প্রতিটি ওয়ার্ডে এই কর্মসূচি পালন করা হবে।
লিফলেটে গ্যাসের মূল্যবৃদ্ধির প্রতিবাদে সব নাগরিককে ঐক্যবদ্ধভাবে আন্দোলনের প্রস্তুতি গ্রহণের আহ্বান জানায় বিএনপি। লিফলেটে গ্যাসসহ নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্য বৃদ্ধির ফলে সাধারণ মানুষের চরম ভোগান্তির কথা তুলে ধরা হয়েছে।