আগে স্থানীয় নির্বাচন চায় বাংলাদেশ খেলাফত আন্দোলন

দেশে জাতীয় সংসদ নির্বাচনের আগে স্থানীয় সরকার নির্বাচন চায় বাংলাদেশ খেলাফত আন্দোলন। দলটির নেতারা বলছেন, এতে তৃণমূল থেকে নেতৃত্ব উঠে আসবে।
আজ রোববার (২৫ মে) দুপুরে রাজধানীর আগারগাঁওয়ের নির্বাচন ভবনে প্রধান নির্বাচন কমিশনারসহ অন্যান্য কমিশনারদের সঙ্গে বৈঠক শেষে দলটির পক্ষ থেকে এ কথা বলা হয়।
খেলাফত আন্দোলনের আমির আবু জাফর কাসেমী বলেন, ‘আমরা দেখেছি, যে সরকারই ক্ষমতায় থাকে তারা স্থানীয় সরকার নির্বাচনে দলীয় লোকদের পাস করানোর চেষ্টা করেন। এর জন্য আমাদের প্রস্তাব, স্থানীয় সরকার নির্বাচন আগে করতে হবে। যদি আগে হয়, তাহলে তৃণমূল থেকে সৎ ও যোগ্য লোক জনসেবক হবেন, তারাই উঠে আসতে পারবেন।’
আবু জাফর কাসেমী যোগ করেন, ‘এরপর জাতীয় নির্বাচন হলে সেখানেও তারা ভূমিকা রাখতে পারবেন। এজন্যই আগে আমাদের স্থানীয় সরকার নির্বাচনের দাবি।’
বর্তমান নির্বাচন কমিশনের প্রতি আস্থা আছে জানিয়ে আবু জাফর কাসেমী বলেন, ‘আমাদের প্রতীক হলো বটগাছ। আমরা নির্বাচন কমিশনের সঙ্গে বৈঠক করেছি। নির্বাচন কখন হবে কীভাবে হবে সেটাতো আমাদের সরকারের বিষয়। বিগত ফ্যাসিস্ট সরকার যে তিনটি নির্বাচন করল, আপনারা সবাই জানেন দিনের ভোট রাতে হয়েছে, জনগণের ভোটের কোনো প্রতিফলন হয়নি। এই নির্বাচন কমিশন সৎ ও যোগ্য আমরা জানি।’
খেলাফত আন্দোলনের আমির বলেন, ‘দেশের জনগণ যেন তাদের মত ভোটের মাধ্যমে প্রকাশ করতে পারে এবং সৎ ও যোগ্য লোক দেশে নির্বাচিত হতে পারে, সেটা আমরা চাচ্ছি।’
দলের মহাসচিব ফখরুল ইসলাম বলেন, ‘খেলাফত আন্দোলনের আমাদের দুইটা পার্ট। বিগত দুটি নির্বাচনে আমাদের আরেক গ্রুপ, তারা সরকারের সঙ্গে স্বার্থে নিবন্ধনটা করে নেন। নির্বাচনের বিরোধিতার জন্য আমরা নির্যাতনের শিকার হই। আমি এই গ্রুপের মহাসচিব।’
ফখরুল ইসলাম বলেন, ‘ইসিকে আজ আমরা বলতে এসেছি যে দলের নিবন্ধনটা আমাদের প্রাপ্য। খেলাফত আন্দোলনের পুরোনো লোকগুলো আমাদের সঙ্গেই আছেন। দলের নিবন্ধন যেন আমাদের নামে করে দেওয়া হয়, এই দাবি আমরা ইসির কাছে করেছি।’
এ সময় দলের যুগ্ম মহাসচিব এনায়েতুল্লাহ হাফেজ্জী, সিনিয়র নায়েবে আমির আজম খান, ঢাকা মহানগরের আমির হোসাইন আকন্দ উপস্থিত ছিলেন।