চুয়াডাঙ্গায় গাছ কেটে পথরোধ, ৫ বাসে ডাকাতি

চুয়াডাঙ্গা-আলমডাঙ্গা সড়কের ঘোড়ামারা ব্রিজ নামক স্থানে তিনটি যাত্রীবাহী বাস পাঁচটি গাড়িতে ডাকাতি হয়েছে। এ সময় আহত হয়েছেন ছয়জন।
গতকাল রোববার রাত ১০টার দিকে ওই ডাকাতির ঘটনা ঘটে।
আহতদের মধ্যে রয়েল পরিবহন নামের একটি বাসের চালকের সহকারীকে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। অন্যদের অবস্থা গুরুতর নয় বলে জানিয়েছে পুলিশ।
ডাকাতির শিকার কয়েকজন যাত্রী জানান, ডাকাতরা টাকাসহ চার থেকে পাঁচ লাখ টাকার মালামাল ছিনিয়ে নিয়েছে।
চুয়াডাঙ্গা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তোজাম্মেল হক জানান, রাত ১০টার দিকে ঘোড়ামারা ব্রিজের কাছে বোয়ালমারী মাঠে কয়েকজন ডাকাত গাছ কেটে রাস্তা অবরোধ করে। সে সময় ওই সড়ক দিয়ে যাওয়ার পথে তিনটি নৈশ কোচ, একটি ট্রাক ও একটি ক্যাভার্ড ভ্যান ডাকাতির কবলে পড়ে।