সুন্দরবনে ফিরল হরিণটি

খাল পেরিয়ে লোকালয়ে চলে আসে সুন্দরবনের একটি হরিণ। একটি বাড়ির বাগানে ঢুকে পাতা খাচ্ছিল ওই হরিণ। গতকাল শনিবার রাতে হরিণটি লোকালয়ে চলে আসে।
আজ রোববার হরিণটিকে সুস্থ অবস্থায় ফেরত পাঠানো হয়েছে সুন্দরবনে। মোংলায় জয়মনিরঘোল বাজারের কাছে খাল পেরিয়ে লোকালয়ে চলে আসে হরিণটি। চিলা ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আবু হাওলাদারের বাড়ির বাগানে আশ্রয় নেয় ওই হরিণ।
রোববার সকালে আবু হাওলাদারের বাড়ির লোকজন বাগানের মধ্যে হরিণটিকে গাছের পাতা খেতে দেখে বন বিভাগকে খবর দেয়। পরে বন বিভাগের চাঁদপাই রেঞ্জের স্টেশন কর্মকর্তা মো. আলাউদ্দিন সকাল সাড়ে ১১টার দিকে স্থানীয় লোকজনের সহায়তায় হরিণটি উদ্ধার করে দুপুর ১টার দিকে সুন্দরবনের করমজল বন্যপ্রাণী প্রজনন কেন্দ্রে পাঠিয়ে দেন।
বন কর্মকর্তা আলাউদ্দিন বলেন, ‘হরিণটি পুরোপুরি সুস্থ্ আছে। তবে তাড়িয়ে ধরার কারণে একটু ক্লান্ত হয়ে ওঠে। হরিণটি রাতের আঁধারে খাল পেরিয়ে লোকালয়ে চলে আসার পর কোনো ক্ষয়ক্ষতি ছাড়াই হরিণটি উদ্ধারের পর বনে ফেরত পাঠানো হয়েছে।’