পঞ্চগড়ে নৌকাডুবি, বাকপ্রতিবন্ধীর মৃত্যু

পঞ্চগড়ের বোদা উপজেলার বোয়ালমারী করতোয়া নদীতে শুরু হওয়া সনাতন ধর্মাবলম্বীদের বারুণী স্নানোৎসবে নৌকা ডুবে এক বাকপ্রতিবন্ধী যুবকের মৃত্যু হয়েছে।
গতকাল রোববার রাত ৯টার দিকে ফায়ার সার্ভিসের ডুবুরি দল ওই যুবকের লাশ উদ্ধার করে।
ওই যুবকের নাম বিক্রম চন্দ্র রায় (২০)। তাঁর বাড়ি দিনাজপুরের কাহারোল উপজেলার ডাবর ইউনিয়নের সংকর এলাকায়।
প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, গতকাল বিকেলে ওই যুবক তাঁর পরিবারের সদস্যদের সঙ্গে বারুণী স্নানোৎসবে আসেন। পরে তাঁরা নৌকায় করে ঘাটের ওপারে যাচ্ছিলেন। এ সময় মাঝনদীতে নৌকাটি ডুবে যায়। তখন নৌকায় থাকা অন্যরা সাঁতরে তীরে যেতে পারলেও বিক্রমের কোনো খোঁজ পাওয়া যাচ্ছিল না। একপর্যায়ে স্থানীয় লোকজন নদীতে নেমে বিক্রমের খোঁজ করতে থাকেন। পরে খবর পেয়ে বোদা ফায়ার সার্ভিস এবং রংপুর ফায়ার সার্ভিসের ডুবুরি দল সন্ধ্যা থেকে রাত ৯টা পর্যন্ত অভিযান চালিয়ে ওই যুবকের লাশ উদ্ধার করে।
বোদা ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার নজরুল ইসলাম জানান, রংপুর থেকে আসা ফায়ার সার্ভিসের ডুবুরি দল ওই যুবকের লাশ উদ্ধার করেছে। আইনি প্রক্রিয়া শেষে লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।
গত রোববার থেকে সনাতন ধর্মাবলম্বী লাখো পুণ্যার্থী তিন দিনব্যাপী স্নানোৎসবে অংশ নেন।