কর্ণফুলীতে ড্রেজারের ধাক্কায় নৌকাডুবি, একজন নিহত

চট্টগ্রামের পতেঙ্গার কর্ণফুলী নদীতে যাত্রীবাহী নৌকা ডুবে এক যাত্রীর মৃত্যু হয়েছে। আজ বুধবার রাত ৮টার দিকে নৌকাডুবির ঘটনা ঘটে।
পতেঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম জানান, কর্ণফুলী নদীর ১১ নম্বর ঘাট থেকে ৪০-৪৫ জন যাত্রী নিয়ে নদী পার হওয়ার সময় এ দুর্ঘটনা ঘটে।
দুর্ঘটনা থেকে বেঁচে যাওয়া যাত্রী শাহাদাত হোসেন জানান, অতিরিক্ত যাত্রী নিয়ে নদী পার হওয়ার সময় বালুবাহী একটি ড্রেজারের ধাক্কায় নৌকাটি ডুবে যায়। যাত্রীদের চিৎকারে স্থানীয় জেলেদের সহায়তায় তাঁরা উদ্ধার পান।
শাহাদাত জানান, দুর্ঘটনার পর যে যেদিকে পেরেছে তীরে উঠেছে। কয়জন নিখোঁজ তা যানা যায়নি।
এদিকে, ঘটনার পর উদ্ধার হওয়া তিনজনকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পর মিনু দাশ নামের এক নারী শ্রমিক মারা যান। আহত দুজনের অবস্থাও আশঙ্কাজনক। হাসপাতাল পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক (এসআই) শহিদুল ইসলাম এই তথ্য জানিয়েছেন।
কোস্টগার্ডের লিডিং সিম্যান শাহ আলম জানান, দুর্ঘটনার পর থেকে কোস্টগার্ডের তিনটি সেকশন, তিনটি স্পিডবোট ও একটি ডুবুরি টিম কাজ করছে। ৩৫ জনকে জীবিত উদ্ধার করা হয়েছে। বাকিরাও বিভিন্নভাবে উদ্ধার হয়েছে।