মোংলায় লঞ্চের ধাক্কায় কর্মচারী নিহত

মোংলা বন্দরের হাড়বাড়িয়া এলাকায় টুইন লঞ্চের ধাক্কায় এক বার্জ (নৌযান) কর্মচারী নিহত হয়েছেন। আজ মঙ্গলবার দুপুরে কর্মচারীর মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে পাঠিয়েছে পুলিশ।
কর্মচারীর নাম মো. উজ্জ্বল (২২)। বাড়ি খুলনার দৌলতপুরের রেলগেট এলাকায়।
মোংলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) লুতফর রহমান পরিবারের বরাত দিয়ে জানান, আজ সকাল ১০টার দিকে বন্দর চ্যানেলের হাড়বাড়িয়া-৮ নম্বর অ্যাংকোরেজে থাকা বিদেশি জাহাজ এমভি দুবাই এনার্জি থেকে সারবোঝাই করে ছেড়ে যাচ্ছিল বার্জটি। জিয়ার-২ নামক বার্জটি ছেড়ে যাওয়ার সময় পাশে থাকা একটি টুইন লঞ্চের সঙ্গে ধাক্কা লাগে। এতে ওই বার্জের লস্কর মো. উজ্জ্বল গুরুতর আহত হন। পরে অচেতন অবস্থায় তাঁকে উদ্ধার করে স্থানীয় স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা করা হয়। এরপর দুপুর সাড়ে ১২টার দিকে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়।
ওসি আরো জানান, হাসপাতাল থেকে উজ্জ্বলের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য বাগেরহাট সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।