ঢাকায় ‘নব্য জেএমবি’র ৪ সদস্য গ্রেপ্তার
![](http://103.16.74.218/sites/default/files/styles/big_3/public/images/2017/03/29/photo-1490786678.jpg)
ঢাকার দোহার থানা এলাকা থেকে নব্য জেএমবির সারোয়ার-তামিম গ্রুপের চার সদস্যকে গ্রেপ্তারের দাবি করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)।
গতকাল মঙ্গলবার রাতে ওই চারজনকে গ্রেপ্তার করে র্যাব-১০।
আজ বুধবার দুপুর ১২টায় রাজধানীর কারওয়ান বাজারে র্যাবের মিডিয়া সেন্টারে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান র্যাব-১০-এর অধিনায়ক পুলিশের অতিরিক্ত উপমহাপরিদর্শক জাহাঙ্গীর হোসেন মাতুব্বর।
গ্রেপ্তার হওয়া ব্যক্তিরা হলো—মিজবাহ (১৯), মাহফুজ (১৬), তাইবুর রহমান (১৮) ও ফয়সাল আহমেদ সানিল (১৯)। তাদের কাছ থেকে বেশ কিছু উগ্রবাদী বই ও দেশি অস্ত্র উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।
সংবাদ সম্মেলনে র্যাব-১০-এর অধিনায়ক জাহাঙ্গীর মাতুব্বর জানান, গত ২০ মার্চ র্যাব-১০ রাজধানীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে সারোয়ার-তামিম গ্রুপের সদস্য দুই প্রকৌশলীসহ পাঁচজনকে গ্রেপ্তার করে। সে ঘটনায় বাড্ডা থানায় একটি সন্ত্রাসবিরোধী আইনে মামলা করা হয়। সেই মামলার তদন্ত করতে গিয়ে র্যাব জানতে পারে, জেএমবির সারোয়ার-তামিম গ্রুপের সদস্যরা ঢাকার কেরানীগঞ্জ ও দোহার এলাকায় গোপনে রয়েছে। এরই ধারাবাহিকতায় গতকাল রাতে দোহারে অভিযান চালিয়ে চারজনকে গ্রেপ্তার করা হয়।
র্যাবের এই কর্মকর্তা আরো জানান, গ্রেপ্তার হওয়া সবাই জঙ্গি কার্যক্রমের সঙ্গে সম্পৃক্ত থাকার কথা স্বীকার করেছে। তারা জেএমবির সারোয়ার-তামিম গ্রুপের সদস্য। তারা প্রায় দুই বছর ধরে একত্র হয়েছে। বর্তমানে তারা দেশের বিভিন্ন স্থানে নাশকতার পরিকল্পনা করছিল।