নিষ্ঠুর শাসন ব্যবস্থার কারণে জঙ্গিবাদ মাথাচাড়া দিয়ে উঠছে : বিএনপি

বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী আহমেদ বলেছেন, ‘নিষ্ঠুর শাসন ব্যবস্থার কারণে দেশে আজ জঙ্গিবাদ মাথাচাড়া দিয়ে উঠেছে।’ তিনি আরো বলেন, ‘গত দুই সপ্তাহে ঝিনাইদহ, চট্টগ্রাম, রাজশাহী থেকে প্রায় ১০ জনের বেশি মানুষকে তুলে নিয়ে যাওয়া হয়েছে।’
আজ রোববার রাজধানীর নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত সংবাদ ব্রিফিংয়ে এসব কথা বলেন রুহুল কবির রিজভী।
রুহুল কবির রিজভী বলেন, ‘বাসা থেকে তুলে নিয়ে গিয়ে হত্যা করা হয়েছে ছাত্রদলের কেন্দ্রীয় নেতা নূরুল আলম নূরুকে। রাউজানের কর্ণফুলী নদীর পাড়ে ওই ছাত্রদল নেতার হাত, পা ও চোখ বাঁধা ক্ষতবিক্ষত লাশ পাওয়া যায়। অথচ সর্বসম্মুখে পুলিশের লোকরা চট্টগ্রাম নগরীর চন্দনপুরার নিজ বাসা থেকে নূরুল আলম নূরুকে তুলে নিয়ে যায়।’
সংবাদ ব্রিফিংয়ে বিএনপি সিনিয়র যুগ্ম মহাসচিব আরো বলেন, ‘সরকার সারা দেশকে যেভাবে চক্রান্তের বেড়াজালে বেঁধে গণতন্ত্র, ব্যক্তি অধিকার ও মানুষের মর্যাদাকে হরণ করেছে তাতে ক্রসফায়ারের ঘটনাকে মানুষ এখন বানানো গল্প বলে মনে করে। সরকারের দুঃশাসনের বিরুদ্ধে প্রতিবাদী মানুষের উদ্বেল অভিযাত্রাকে রুখতে তাদের জনগণের মধ্যে ভয় ও আতঙ্ক সৃষ্টি করার দরকার বলে মনে করে ক্ষমতাসীনরা। তাই ভীতির রাজ্য প্রতিষ্ঠা করার জন্য বন্দুকযুদ্ধের নামে ক্রসফায়ার চলমান রাখা হয়েছে।’
রিজভী আরো বলেন, ‘তিনি (প্রধানমন্ত্রী) যেমন দেশ থেকে গণতন্ত্রকে বিদায় করেছেন তেমনি প্রতিরক্ষা চুক্তির নামে বাংলাদেশের রাষ্ট্রীয় স্বাধীনতার ‘স্টেট’স ফিউনেরেল’ করতে উদ্যোগী হয়েছেন। এটি বাস্তবায়িত হলে বাংলাদেশ নামক রাষ্ট্রটির পৃথিবীর মানচিত্রে আর খুঁজে পাওয়া যা কি না সন্দেহ। নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে অভিযোগ করা হয় অন্যায়ভাবে বাসা থেকে তুলে নিয়ে চট্টগ্রামে ছাত্রদল নেতা নূরুল আলম নূরুকে পরবর্তীতে নৃশংস ভাবে হত্যা করা হয়েছে। গুম করে হত্যার এমন ঘটনা এটাই প্রথম নয় উল্লেখ করে বিচারবর্হিভূত হত্যার তীব্র নিন্দা জানিয়ে এর বিচার দাবি করে বিএনপি। এ সময় জঙ্গিবাদ ও প্রধানমন্ত্রীর সফরে নিয়েও সমালোচনা করা হয়।
এদিকে জাতীয় প্রেসক্লাবের সামনে এক মানববন্ধন থেকে অভিযোগ করা হয় ছাত্রদল নেতা নূরুল আলম নূরুকে তুলে নিয়ে গিয়ে হত্যার ঘটনাই প্রমাণ করে সরকারের দুঃশাসন কোথায় গিয়ে ঠেকেছে। জঙ্গিবাদ দমনে বিএনপির আহ্বানে সরকারের সাড়া দিয়ে এখনো ঐক্যবদ্ধ হওয়ার সুযোগ রয়েছে বলে মন্তব্য করেন বিএনপির ভাইস চেয়ারম্যান আব্দুল্লাহ আল নোমান।
নোমান বলেন, ‘আমরা চাই জঙ্গিবাদের উৎখাত। আমরা চাই জঙ্গিবাদ দেশে না থাকুক। শান্তিপূর্ণ অব্স্থান দেশে প্রতিষ্ঠিত হোক। কিন্তু হতে হবে দেশনেত্রী খালেদা জিয়ার যে প্রস্তাব, সে প্রস্তাব হচ্ছে প্রধানমন্ত্রী আপনি অবিলম্বে আপনি জাতীয় ঐক্য প্রতিষ্ঠার উদ্যোগ নিন।’
এদিকে চট্টগ্রাম ছাত্রদল নেতা নূরুল আলম নূরু হত্যার প্রতিবাদে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে থেকে বের করা ছাত্রদলের মিছিলে বাধা দেয় পুলিশ। ঘটে ধাওয়া-পাল্টাধাওয়ার ঘটনা।