কোস্টগার্ডের অভিযানে অর্ধ কোটি টাকার শাড়ি জব্দ

খুলনার খানজাহান আলী সেতুসংলগ্ন এলাকা থেকে প্রায় অর্ধ কোটি টাকা মূল্যের বিপুল পরিমাণ শাড়ি জব্দ করেছেন কোস্টগার্ডের বাগেরহাটের মোংলা জোনাল জিমের সদস্যরা।
আজ শনিবার ভোরে শাড়িগুলো জব্দের পর মোংলা কাস্টমস হাউসে হস্তান্তর করা হয়েছে।
কোস্টগার্ড পশ্চিম জোনের (মোংলা সদর দপ্তর) অপারেশন অফিসার লেফটেন্যান্ট কমান্ডার এম ফরিদুজ্জামান খান জানান, গোপন সংবাদের ভিত্তিতে শনিবার ভোরে খুলনার রূপসা এলাকায় খানজাহান আলী সেতুসংলগ্ন এলাকায় অভিযান চালায় কোস্টগার্ড। এ সময় কোস্টগার্ড সদস্যদের উপস্থিতি টের পেয়ে চোরাকারবারিরা পালিয়ে যায়। পরে ঘটনাস্থল থেকে একটি ট্রাকে বোঝাই বিপুল পরিমাণ ভারতীয় শাড়ি জব্দ করা হয়। এগুলোর বাজারমূল্য প্রায় ৫০ লাখ টাকা।
কোস্টগার্ডের এই কর্মকর্তা আরো বলেন, খুলনাসহ আশপাশের এলাকায় অবৈধ কাপড়ের চোরাচালান বৃদ্ধি পাওয়ায় বাগেরহাট, খুলনা ও সাতক্ষীরা এলাকায় কোস্টগার্ডের টহল জোরদার করা হয়েছে। এর পরও চোরাকারবারিরা নানা কৌশলে রাজস্ব ফাঁকি দিয়ে কাপড়সহ বিভিন্ন পণ্যসামগ্রী পাচার করে আসছে।