ট্রাক্টর থেকে ছিটকে পড়ে চালকের মৃত্যু

পঞ্চগড়ে ট্রাক্টরে উঠতে গিয়ে ছিটকে পড়ে চালকের মৃত্যু হয়েছে। আজ রোববার সকালে সদর উপজেলার দারিকামারী এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত সজিব (৩০) নামের ওই ট্রাক্টর চালক পঞ্চগড় সদর উপজেলার মিঠাপুকুর এলাকার বাসিন্দা।
পঞ্চগড় থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রবিউল হাসান সরকার প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে বলেন, সকালে দারিকামারী এলাকার চাওয়াই নদী থেকে বালুভর্তি ট্রাক্টরটি সড়কে তোলেন চালকের সহকারী মানিক। চলন্ত অবস্থায় চালক সজিব ট্রাক্টরে উঠতে গেলে সড়কে ছিটকে পড়েন। এ সময় ট্রাক্টরের চাকার নিচে চাপা পড়ে ঘটনাস্থলেই তিনি মারা যান।