বিদ্যুতের কাজ করতে গিয়ে কাঠমিস্ত্রির মৃত্যু

পঞ্চগড়ের বোদা উপজেলায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এক কাঠমিস্ত্রি মারা গেছেন। আজ রোববার সকালে উপজেলার পাঁচপীর ইউনিয়নের হেলা আমতলা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত আবদুল খালেক (২০) নামের ওই কাঠমিস্ত্রি হেলা আমতলা এলাকার বাসিন্দা ছিলেন।
পাঁচপীর ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান হুমায়ুন কবির প্রধান জানান, সকালে আবদুল খালেক নিজের বাড়িতে বিদ্যুৎ সংযোগের কাজ করছিলেন। এ সময় হঠাৎ তিনি বিদ্যুৎস্পৃষ্ট হন। পরিবারের লোকজন গুরুতর আহত অবস্থায় তাঁকে উদ্ধার করে বোদা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। পরে সেখানকার কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।
বোদা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ কে এম নূরুল ইসলাম বলেন, লাশ সম্পর্কে প্রত্যক্ষদর্শীদের কাছ থেকে তথ্য নিয়ে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। লাশের ময়নাতদন্ত করা হয়নি।