জামালপুরে জেএমবির ‘সদস্য’ গ্রেপ্তার
নিষিদ্ধঘোষিত জঙ্গি সংগঠন জেএমবির এক সন্দেহভাজন সদস্যকে গ্রেপ্তার করেছে জামালপুরের পুলিশ।
গতকাল মঙ্গলবার দিবাগত রাতে জামালপুর সদরের শরিফপুর ইউনিয়নের মির্জাপুর গ্রাম থেকে ওই ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়। তার নাম আসাদুল ইসলাম আসাদ।
আজ বুধবার সকালে জেলার জ্যেষ্ঠ বিচারিক হাকিম মজিবর রহমানের আদালতে আসাদকে হাজির করে পুলিশ। পরে আদালত তাঁকে কারাগারে পাঠানোর আদেশ দেন।
সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাসিমুল ইসলাম জানান, জামালপুর থানার পুলিশের একটি দল গতকাল দিবাগত রাতে অভিযান চালিয়ে মির্জাপুর গ্রাম থেকে জেএমবি সদস্য আসাদকে গ্রেপ্তার করে। তাঁর নামে সদর থানায় একটি নাশকতার মামলায় গ্রেপ্তারি পরোয়ানা রয়েছে। তাঁকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।