যশোরে কলেজছাত্র হত্যার দায়ে ৫ জনের যাবজ্জীবন

যশোরের কেশবপুরে কলেজছাত্র মারুফ হত্যা মামলায় পাঁচজনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন খুলনা বিভাগীয় দ্রুত বিচার ট্রাইবুন্যাল।
আজ বৃহস্পতিবার বেলা দেড়টায় ট্রাইবুন্যালের বিচারক এম এ রব হাওলাদার এ রায় দেন। পাশাপাশি আসামিদের অর্থদণ্ডও দেন আদালত।
দন্ডাদেশপ্রাপ্তরা হলেন উপজেলার কিসমত শানতলা গ্রামের দবির উদ্দীন, মহির উদ্দীন, কহির উদ্দীন, জগির উদ্দীন ও কবির উদ্দীন। কবির ছাড়া বাকি সবাই রায় ঘোষণার সময় আদালতে উপস্থিত ছিলেন।
ট্রাইব্যুনালের রাষ্ট্রপক্ষের আইনজীবী এনামুল হক গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, এই মামলার অপর দুই আসামি কিশোর হওয়ায় যশোর কিশোর অপরাধ দমন আদালতে বিচারকাজ চলছে।
মামলার বরাত দিয়ে আইনজীবী জানান, জমিজমার বিরোধকে কেন্দ্র করে ২০১৩ সালের ১১ ডিসেম্বর সকাল ৮টায় কিসমত শানতলা এলাকায় আসামিরা লাঠিসোঁটা ও ক্রিকেট ব্যাট দিয়ে পিটিয়ে কলেজছাত্র মারুফকে হত্যা করে। এ ঘটনায় ২০১৩ সালের ১৩ ডিসেম্বর মারুফের চাচা রজব আলী বাদী হয়ে কেশবপুর থানায় সাতজনের নাম উল্লেখ করে একটি হত্যা মামলা করেন।
২০১৪ সালের ১ এপ্রিল কেশবপুর থানার উপপরিদর্শক মো. নাসির উদ্দীন সাতজনকে অভিযুক্ত করে আদালতে অভিযোগপত্র দেন। আদালত বিভিন্ন কার্যদিবসে ১২ জন সাক্ষীর মধ্যে ১১ জনের বক্তব্য শুনেছেন।