কুড়িগ্রামে ভারতীয় নাগরিক আটক
কুড়িগ্রামের ফুলবাড়ী সীমান্ত দিয়ে ভারত থেকে বাংলাদেশে প্রবেশ করায় আবু তালেব (৪৪) নামের এক ভারতীয় নাগরিককে আটক করেছেন বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সদস্যরা। বিজিবি জানিয়েছে, ওই ভারতীয় নাগরিক অবৈধভাবে বাংলাদেশে প্রবেশ করেছেন।
গতকাল বুধবার রাতে উপজেলার গোরকমণ্ডল ক্যাম্পের টহলরত বিজিবির সদস্যরা তালেবকে আটক করে। পরে বৃহস্পতিবার দুপুর সাড়ে ১২টায় পতাকা বৈঠকের মাধ্যমে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) কাছে আটক তালেবকে ফেরত দেয় বিজিবি।
স্থানীয় বাসিন্দা ও বিজিবি সূত্রে জানা যায়, গত বুধবার রাত সাড়ে ১১টার দিকে উপজেলার ধুলারকুটি সীমান্তের আন্তর্জাতিক পিলার নং ৯৩১ এর ২ এসের পাশ দিয়ে অবৈধভাবে বাংলাদেশে প্রবেশ করার সময় গোরকমণ্ডল ক্যাম্পের নায়েক মোতাহার আলীর নেতৃত্বে টহলদল ওই ভারতীয় নাগরিককে আটক করে।
আটক আবু তালেব ভারতের কোচবিহার জেলার দিনহাটা থানার কিষামত করলা গ্রামের বাসিন্দা। ভারতীয় নাগরিক আটকের খবর পেয়ে কোচবিহার জেলার নারায়ণগঞ্জ ক্যাম্পের বিএসএফ বিজিবির কাছে পতাকা বৈঠকের জন্য পত্র পাঠায়। পরে গোরকমণ্ডল নামাটারী সীমান্তের আন্তর্জাতিক মেইন পিলার নং ৯৩১-এর ৫এস পিলারের কাছে পতাকা বৈঠকের মাধ্যমে তালেবকে ফেরত দেওয়া হয়।
এ ব্যাপারে কুড়িগ্রাম ৪৫ বর্ডার গার্ড (বিজিবি) গোরকমণ্ডল ক্যাম্পের কমান্ডার হাবিলদার মিজান জানান, বিএসএফ ভারতীয় নাগরিককে ফেরৎ চেয়ে পত্র পাঠিয়েছে। পতাকা বৈঠকের মাধ্যমে তাঁকে ফেরত দেওয়া হয়েছে।