কুবিতে নিষিদ্ধ ছাত্রলীগ নেতাকে মারধর করে পুলিশে সোপর্দ
![](http://103.16.74.218/sites/default/files/styles/big_3/public/images/2025/02/07/chatro-league.jpg)
নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের কুমিল্লা বিশ্ববিদ্যালয় (কুবি) শাখার প্রথম আহ্বায়ক ও দক্ষিণ জেলা স্বেচ্ছাসেবক লীগের সাংগঠনিক সম্পাদক মাহমুদুর রহমান মাসুমকে মারধর করে পুলিশে সোপর্দ করা হয়েছে।
আজ শুক্রবার (৭ ফেব্রুয়ারি) সকালে কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজের ডিগ্রি শাখার এলএলবির পরীক্ষা দিতে এলে তাকে আটক করে ছাত্র-জনতা। পরে তাকে মারধর করে পুলিশের হাতে তুলে দেওয়া হয়।
পুলিশ মাসুমকে উদ্ধার করে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়।
মাহমুদুর রহমান মাসুমের বিরুদ্ধে গত ২৯ জুলাই বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে বিশ্ববিদ্যালয় সংলগ্ন আনসার ক্যাম্পে (ছাত্র আন্দোলন চত্ত্বর) শিক্ষার্থীদের ওপর হামলার অভিযোগ রয়েছে। এ ছাড়া তিনি একাধিক মামলার আসামি।
এ বিষয়ে কোতয়ালী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মহিনুল ইসলাম বলেন, মাসুমকে হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। চিকিৎসা শেষে তাকে আদালতে প্রেরণ করা হবে।