হেফাজতের সঙ্গে আপস মানা হবে না : বাদশা

ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সংসদ সদস্য (এমপি) ফজলে হোসেন বাদশা বলেছেন, হেফাজতের সঙ্গে সরকারের আপস মুক্তিযুদ্ধের চেতনার পরিপন্থী। আপস করে কোনো সমস্যার সমাধান হতে পারে না। ওয়ার্কার্স পার্টি হেফাজতের সঙ্গে আপস মেনে নেবে না।
আজ শনিবার বিকেলে ওয়ার্কার্স পার্টি রাজশাহী জেলা ও মহানগর আয়োজিত জনসভায় প্রধান অতিথির বক্তব্যে বাদশা এসব কথা বলেন।
রাজশাহী নগরীর সাহেববাজার জিরো পয়েন্টে আয়োজিত এ জনসভায় ফজলে হোসেন বাদশা বলেন, সংবিধানের বাইরে কিছু করা যাবে না। যদি করা হয়, তাহলে তা মানা হবে না। সংবিধান হলো মুক্তিযুদ্ধের চেতনা।
‘সংবিধানের মধ্যে ৩০ লাখ শহীদ আছে, মুক্তিযুদ্ধ আছে। বাংলাদেশে পাকিস্তানপন্থী রাজাকারদের জায়গা হবে না। এটাই ওয়ার্কার্স পার্টির রাজনীতি। আমরা মুক্তিযুদ্ধের বাংলাদেশকে দেখতে চাই’, বলেন বাদশা।
‘এখন জাতির মধ্যে নতুন এক বিতর্ক শুরু হয়েছে। ভাস্কর্য আর মূর্তি নিয়ে বিতর্ক। ভাস্কর্য হলে ভাঙা যাবে না, আর মূর্তি হলে ভাঙা যাবে? তাহলে বাংলাদেশের অসাম্প্রদায়িক চেতনার কী হবে? যারা মূর্তি পূজা করে, তারা কি এ দেশে আর পূজা করতে পারবে না?’, যোগ করেন বাদশা।
ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক বলেন, ‘আপনি মন্ত্রী হন, আর যেই হন না কেন, যাঁরা এ নিয়ে বিতর্ক করছেন, তাঁরা রাজাকারদের হাতকেই শক্তিশালী করছেন। অসাম্প্রদায়িক চেতনাকে ধূলিস্যাৎ করতে পাঠ্যবইয়ে সংশোধনী আনা হচ্ছে।’
কওমি মাদ্রাসার শিক্ষাব্যবস্থা সংবিধানের সঙ্গে সাংঘর্ষিক।
‘জঙ্গিবাদ, সাম্প্রদায়িকতা, সাম্রাজ্যবাদ, ঘুষ-দুর্নীতি, বৈষম্য রুখে দাঁড়াও, সমাজবদলের রাজনীতি এগিয়ে নাও’ স্লোগান নিয়ে আয়োজিত এই জনসভায় সভাপতিত্ব করেন পার্টির রাজশাহী মহানগর সভাপতি লিয়াকত আলী লিকু।
সভায় বিশেষ অতিথির বক্তব্য দেন পার্টির পলিটব্যুরোর সদস্য নুর আহমেদ বকুল, মুস্তফা লুৎফুল্লাহ, ইয়াসিন আলী, জেলা ওয়ার্কার্স পার্টির সভাপতি রফিকুল ইসলাম পিয়ারুল প্রমুখ।
সভা সঞ্চালনা করেন ওয়ার্কার্স পার্টির রাজশাহী মহানগর সাধারণ সম্পাদক দেবাশীষ প্রামাণিক দেবু।