মানহানির মামলায় ফখরুলের জামিন

বঙ্গবন্ধুর বক্তব্য বিকৃতির অভিযোগে করা মানহানির মামলায় বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে জামিন দিয়েছেন আদালত। আজ মঙ্গলবার ঢাকা মহানগর হাকিম আতাউল হক এ জামিন মঞ্জুর করেন।
মির্জা ফখরুলের অন্যতম আইনজীবী জয়নুল আবেদীন মেজবাহ এ জামিনের বিষয়ে এনটিভি অনলাইনকে নিশ্চিত করেছেন।
জয়নুল আবেদীন বলেন, গত ২০ জুন আতাউল হকের আদালতে তিনি ফখরুলের পক্ষে জামিনের আবেদন করেন। আজ আদালতে তা শুনানি শেষে মামলাটি জামিনযোগ্য ধারা বিধায় বিচারক ১০ হাজার টাকা মুচলেকায় জামিন মঞ্জুর করেন।
মামলার নথি থেকে জানা যায়, ২০১৪ সালের ২৪ আগস্ট লন্ডনে এক সভায় বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমান আওয়ামী লীগ নেতাদের এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে আপত্তিকর মন্তব্য করেন।
অন্যদিকে, একই বছরের ৫ সেপ্টেম্বর সাবেক অর্থমন্ত্রী এম সাইফুর রহমানের মৃত্যুবার্ষিকীতে মির্জা ফখরুল বলেন, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ৭ মার্চের ভাষণের শেষে বলেন, জয় পাকিস্তান। একই সঙ্গে বঙ্গবন্ধু স্বাধীনতার ঘোষণা দেননি বলেও দাবি করেন তিনি।
এসব বক্তব্য গত বছর ২৬ আগস্ট, ৩ সেপ্টেম্বর ও ৬ সেপ্টেম্বর বাংলাদেশের বিভিন্ন দৈনিকে প্রকাশিত হওয়ায় বাদীর মান ও সুনাম ক্ষুণ্ন হয়েছে মর্মে ২০১৪ সালের ৮ সেপ্টেম্বর জননেত্রী পরিষদের সভাপতি এ বি সিদ্দিকী বাদী হয়ে ঢাকা মহানগর হাকিম এরফান উল্লাহর আদালতে মানহানির মামলাটি করেন।
মামলায় তারেক রহমান ও মির্জা ফখরুলের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারির আবেদন করা হয়েছিল।
পরে চলতি বছর ২০ জানুয়ারি ঢাকা মহানগর হাকিম আনোয়ার সাদাত বিএনপি নেতা মির্জা ফখরুল ও তারেক রহমানের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন।