সন্ত্রাসীদের গ্রেপ্তারের দাবিতে জামালপুরে ইউপি সচিবদের মানববন্ধন
![](http://103.16.74.218/sites/default/files/styles/big_3/public/images/2017/04/26/photo-1493226938.jpg)
জামালপুরের দেওয়ানগঞ্জ উপজেলার চর আমখাওয়া ইউনিয়ন পরিষদের (ইউপি) সচিব আনোয়ার ইসলামের ওপর হামলাকারী সন্ত্রাসীদের গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন করেছে জেলার অন্য ইউপি সচিবরা। বুধবার সকালে জামালপুর জেলা প্রশাসক কার্যালয়ের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
মানববন্ধনে বক্তারা বলেন, বাল্যবিবাহের জন্য প্রমাণপত্র ছাড়া জন্মসনদ না দেওয়ার মিস্টার আলী নামের এক সন্ত্রাসী দেওয়ানগঞ্জের চর আমখাওয়া ইউনিয়ন সচিব আনোয়ার ইসলামকে পিটিয়ে আহত করে। এ ঘটনায় দেওয়ানগঞ্জ থানায় মামলা দায়েরসহ ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে বিষয়টি জানানো হয়। এখন পর্যন্ত দেওয়ানকে গ্রেপ্তার করা হয়নি।
বক্তারা মানববন্ধনে আরো বলেন, অবিলম্বে দেওয়ানকে গ্রেপ্তার না করলে সব ইউপি সচিব কর্মবিরতিসহ কঠোর কর্মসূচিতে যাবে।
মানববন্ধনে বক্তব্য দেন জেলা ইউপি সচিব সমিতির সভাপতি মোজাম্মেল হক, রফিকুল ইসলাম, ফজলুল হক ছানা প্রমুখ।