সাতকানিয়ায় সড়কে পানি, বান্দরবানের সাথে যোগাযোগ ব্যাহত

তিন দিনের টানা বর্ষণে কেরানীহাট-বান্দরবান সড়কের বাজালিয়ায় সড়ক তলিয়ে যাওয়ায় গতকাল মঙ্গলবার সকাল থেকে পার্বত্য জেলা বান্দরবানের সাথে সারা দেশের সড়ক যোগাযোগ ব্যাহত হচ্ছে।
এ কারণে সড়কের উভয় দিকে আটকা পড়েছে শতাধিক গাড়ি। ফলে যাত্রীর চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে।
আজ বুধবার সকাল থেকে সারাদিনে হাতেগোনা কয়েকটি গাড়ি ছাড়া তেমন কোনো যানবাহন পানি ডিঙিয়ে পার হয়নি বলে জানিয়েছেন বাজালিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাস্টার নুরুল আমিন সিকদার।
সরেজমিন পরিদর্শনে গিয়ে দেখা যায়, চটগ্রাম-বান্দরবান সড়কের মাহালিয়া বড়দুয়ারা এলাকায় অন্তত দুইশ গজ সড়ক পানির নিচে তলিয়ে গেছে। যান চলাচল কিছু সময়ের জন্য একেবারে বন্ধ হয়ে যাওয়ায় সড়কে মাছ ধরতে দেখা গেছে স্থানীয় বাসিন্দাদের।
বাজালিয়া ইউপি চেয়ারম্যান নুরুল আমিন সিকদার বলেন, সামান্য বৃষ্টিতেই এখানে সড়ক পানির নিচে তলিয়ে যাওয়ার ফলে সড়ক যোগাযোগ প্রায় বন্ধ হয়ে পড়েছে। সড়ক সংস্কার করা না হলে এ সমস্যা সামাধানের কোনো পথ নেই বলে মনে করেন তিনি।
বাজালিয়ার মাহালিয়া, কাটাখালির মুখ ও বড়দুয়ারা এলাকার বেশ কিছু জায়গা পানির নিচে তলিয়ে গেছে। এতে কয়েকটি পরিবারের বসতঘর ক্ষতিগ্রস্ত হয়েছে।
এ ব্যাপারে সাতকানিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ উল্লাহ বলেন, ‘আমি সকাল থেকে বেশ কয়েকটি জায়গায় ঘুরেছি। বৃষ্টির কারণে তেমন ক্ষতি এখন পর্যন্ত পরিলক্ষিত হয়নি। আর বৃষ্টি কমলে পানিও নেমে যাবে।